হাত ধরাধরি করে ময়দানে রোম্যান্টিক হাঁটা বা পপকর্ন খেতে খেতে মাল্টিপ্লেক্সে মুভি দেখা তো অনেক হল। এ বার পরের ধাপে এগোনো যাক! প্রেমিকার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন সত্যি করতে নিজের পরিবারের সঙ্গে তাঁর দেখা-সাক্ষআৎ হওয়াটাই তো জরুরি। কিন্তু, তার আগে বেশ কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। কারণ, প্রথমেই ফ্যামিলির গ্রিন সিগনাল না মিললে কিন্তু বিয়ের পরে অ্যাডজাস্ট করা মুশকিল। তা প্রথম ধাপটা পেরোতে কী বিষয়ে খেয়াল রাখবেন জেনে নিন।
১) ফ্যামিলির সঙ্গে দেখা করানোর আগে আপনার গার্লফ্রেন্ডকে বেশ কয়েকটি তথ্য আগাম জানিয়ে রাখুন। পরিবারে সদস্যরা কে কী করেন, কার কী পছন্দ তা আগে থেকেই জানিয়ে দিন। তা ছাড়া, প্রতি ফ্যামিলিতেই তো বেশ কিছু ‘ইক্যুয়েশন’ আছে। বাড়িতে আনার আগে গার্লফ্রেন্ডকে তা জানিয়ে রাখুন। ফ্যামিলি পলিটিক্সে সুবিধা করতে পারলে আখেরে তা খুবই কাজে আসবে।
২) বিয়ের আগে গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার পরিবারের সদস্যদেরও তো একটা খোলামেলা সম্পর্ক হওয়া প্রয়োজন। ফ্যামিলির কে কেমন মুডের তা গার্লফ্রেন্ডকে আগাম জানিয়ে রাখুন। অনেকে সিরিয়াস আড্ডা ভালবাসেন তো অনেকে হাল্কা আলোচনায় খুশি হয়। এ সব টুকরো ইনফরমেশন গার্লফ্রেন্ডকে জানিয়ে রাখুন। পরিবারের লোকজনের সঙ্গে মিশতে খুবই কাজে দেবে এগুলি।
৩) অচেনা মানুষজন হঠাৎই কী ভাবে আমাদের পছন্দের হয়ে ওঠে বলুন তো? আসলে নিজেদের সঙ্গে কোনও মিল খুঁজে পেলে তাঁদের সঙ্গে এক ঝটকায় সম্পর্ক সহজ হয়ে যায়। ফ্যামিলির সঙ্গে গার্লফ্রেন্ডকে দেখা করানোর সময় ভেবে দেখুন তো, আপনার মায়ের সঙ্গে গার্লফ্রেন্ডের কোনও হবিতে মিল খুঁজে পান কিনা! তবে সেই পথেই এগোন। দেখবেন মুহূর্তের মধ্যে সহজ হবে সম্পর্ক।
৪) প্রথম দেখার মুহূর্তটা হাসিখুশির হলে সহজেই বন্ডিং তৈরি হবে। ফলে, পরিবারের কোনও মজার ঘটনার প্রসঙ্গ তুলে পরিবেশকে হাল্কা করার চেষ্টা করুন।
৫) পরিবারের কাছে গার্লফ্রেন্ডকে যেমন হেয় করবেন না তেমন উল্টোটাও মাথায় রাখবেন। মনে রাখবেন, দু’পক্ষের সম্মান রক্ষা করাটা আপনার কর্তব্য।
আরও পড়ুন