প্রতীকী ছবি।
আর মাত্র কয়েক ঘণ্টা। বিশ্ব জুড়ে মানুষ মেতে উঠবেন তাঁর জন্মদিন পালনে। ইতিমধ্যেই উৎসব শুরু হয়ে গিয়েছে নানা প্রান্তে। সেজে উঠেছে দোকান, রাস্তাঘাট। আলোয় মুড়ে গিয়েছে শহর কলকাতাও। হরেক পসরা সাজিয়ে প্রস্তুত ছোট-বড় রেস্তোরাঁ, ক্লাব, পাব, বার। এ বছর শীতের আমেজও বেশ উপভোগ্য। কাজেই জমিয়ে পার্টি তো করতেই হবে। অনেকেই আবার বাইরের থেকে হাউস পার্টি বেশি পছন্দ করেন। পছন্দের মানুষেরা একত্রিত হয়ে রাত জেগে খানাপিনা আর আড্ডার মজাটাই আলাদা। কিন্তু তার জন্য সব কিছুর গুছিয়ে আয়োজন করা প্রয়োজন। ডেকরেশন থেকে খাবার— আপনার ইউনিক আইডিয়া তাক লাগিয়ে দিক অতিথিদের। তাই গেট সেট রেডি! আপনার ভালবাসার নীড়ে কী ভাবে সাজিয়েগুছিয়ে পার্টির আয়োজন করতে পারেন, রইল তার বেশ কিছু টিপ্স।
প্রথমেই বাড়ি সুন্দর ভাবে পরিষ্কার করে রাখুন। যেহেতু বাড়িতে অতিথি একটু বেশি সংখ্যায় আসেন তাই মনে করে বাথরুমও পরিষ্কার রাখুন। ঘরে ছড়িয়ে দিন সুগন্ধি। যেহেতু ক্রিসমাস তাই লাল সাদা রঙের নানা রকম ফুল এনে ফুলদানিতে রাখুন। শীতে এখন নানা রকম ফুল পাওয়া যাচ্ছে। পাশে রাখুন সুন্দর ক্যান্ডেল। পাড়ার দোকান থেকে শপিং মল, একটু খুঁজলেই পেয়ে যাবেন।
ক্রিসমাস পার্টিতে ক্রিসমাস ট্রি তো মাস্ট। একটু বড় দেখে কিনে আনুন। ক্রিস্টমাস বেল, বেলুন আর গিফটের বাক্স দিয়ে সাজিয়ে দিন। আর ক্রিসমাস স্টার তো থাকছেই।
এ বছর বাজারে নানা রকম ক্রিসমাস বেল আর উইং চেন পাওয়া যাচ্ছে। কিনে এনে সুন্দর করে সাজিয়ে দিলেই আপনি রেডি ক্রিসমাস পার্টির জন্য।
আরও পড়ুন: পার্টি অল নাইট
বাড়িতে তো সুন্দর সুন্দর কাচের শিশি বোতল থাকেই। একটু সুন্দর করে তাতে পেন্টিং করে বা পাটের দড়ি জড়িয়ে সুন্দর ভাবে সাজিয়ে নিন। হয়ে গেলে বোতলের ভেতর টুনি লাইট জ্বালিয়ে দিন।
মেনুতে কাবাব আর নানা রকম ড্রিঙ্কস তো থাকবেই। কেকের কথা আর আলাদা করে বলার দরকার পড়ে না। লোভনীয় খাবার সহযোগে সুন্দর করে সাজিয়ে ফেলুন ডাইনিং টেবিল। এক কোণে চাইলে বার কাউন্টার করতে পারেন। বাহারি শীতের ফুল, আলো, গিটার আর দেওয়ালে থাকুক সুন্দর মুহূর্তের কিছু ছবির কোলাজ।
জমে উঠুক ক্রিসমাস পার্টি।