Cloths Cleaning Tips

জামাকাপড়ে কাদার দাগ লেগে গিয়েছে? ভুলেও ওয়াশিং মেশিনে দেবেন না, কী ভাবে পরিষ্কার করবেন?

জামাকাপড়ে কাদার দাগ বসে গিয়েছে? কী ভাবে পরিষ্কার করলে ঝকঝকে দেখাবে, রইল সহজ টিপ্‌স।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৪ ২০:০১
Share:

জামাকাপড় থেকে কাদার দাগ তোলার সহজ উপায় জেনে নিন। ছবি: ফ্রিপিক।

রোজই বৃষ্টি হচ্ছে। রাস্তায় জমা জলকাদায় নাজেহাল দশা। বৃষ্টিতে বেরিয়ে জামাকাপড়ে কাদার দাগও লাগছে। শখের পোশাকে কাদার দাগ লেগে গেলে মনখারাপ তো হবেই। এ দিকে কাদা লাগা জামাকাপড় ওয়াশিং মেশিনে দেওয়াও যাবে না। তা হলে কী করণীয়? কী ভাবে পরিষ্কার করলে পোশাক থেকে কাদার দাগ দ্রুত উঠে যাবে।

Advertisement

জামাকাপড় থেকে কাদার দাগ তুলবেন কী ভাবে?

১) যে পোশাকে কাদার দাগ লেগেছে সেটি আগে ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। এ বার জল দিয়ে কাদা লাগা জায়গাগুলো ভাল করে ধুয়ে নিন। অনেক সময়ে কেবল জল দিয়ে ধুলেই কাদার দাগ উঠে যায়। না হলে সাবান লাগিয়ে আলতো করে ঘষুন। ব্রাশ ব্যবহার করার দরকার নেই। খুব জোরে ঘষলে সেই জায়গার রং উঠে যেতে পারে।

Advertisement

২) জলে ভিজিয়ে কাদার দাগ না উঠলে, খানিকটা কাপড় কাচার সাবান ঘন করে গুলে দাগ লাগা জায়গায় লাগিয়ে পাখার নীচে রেখে দিন। তার পর নরম ব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষুন। দাগ উঠে যাবে।

৩) কাদার দাগ চেপে বসে গেলে তুলোয় করে খানিকটা নেলপলিশ রিমুভার দিয়ে দাগ লাগা জায়গায় লাগিয়ে নিন। আলতো করে ঘষলেই দেখবেন দাগ উঠে যাবে।

৪) অল্প দুধ এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে ঘন করে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ দাগের উপর লাগান। ভাল করে শুকিয়ে গেলে জায়গাটি দাঁত মাজার নরম ব্রাশ দিয়ে ঘষতে হবে। তার পর জলে ধুয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement