জলের দাগ তোলার সহজ উপায়। ছবি: সংগৃহীত।
মনের মতো করে স্নানঘর সাজিয়েছিলেন। দামি টালি। সুন্দর কল। বছর কয়েক যেতে না যেতেই সেই সৌন্দর্য ম্লান। জলে আয়রন। কলের কলকব্জা থেকে ক্রমাগত সেই জল চুঁইয়ে পড়ে দেওয়ালে দাগ হয়ে গিয়েছে। ছোপ ধরেছে মেঝেতেও। সাবানে ঘষেও তা ওঠে না। তা হলে কোন পথে হবে সমাধান?
১. সম পরিমাণ জল এবং সাদা ভিনিগার একটি স্প্রে বোতলে ভরে তা দাগের উপরে স্প্রে করে মিনিট ১৫ রেখে দিন। ভিনিগারের অ্যাসিড জাতীয় উপাদান দাগ তুলতে সাহায্য করবে। মিশ্রণটি লাগিয়ে কাপড় দিয়ে মুছে দিলেই দাগ পরিষ্কার হবে।
২. একটি ছোট বাটিতে সাদা ভিনিগার নিয়ে তাতে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে দিন। মিশ্রণটি দেওয়াল বা মেঝেতে দাগের উপর দিয়ে মিনিট পনেরো রেখে ব্রাশের সাহায্যে ঘষে দিন। এতেও ঝকঝকে হয়ে উঠবে, দেওয়াল থেকে মেঝে। অনেক সময় কলের গায়েও দাগ হয়ে যায়। দাঁত মাজার ব্রাশের সাহায্যে একই উপকরণ ব্যবহার করে দাগ তুলতে পারেন।
৩. গরম জলে ব্লিচিং পাউডার মিশিয়ে সেই মিশ্রণ দিয়েও বাথরুমের টাইলস পরিষ্কার করতে পারেন। বেকিং সোডা দিয়ে ভাল করে টাইলসে মাখিয়ে রাখুন। এ বার ব্লিচিং পাউডারের মিশ্রণ স্প্রে করে ভাল করে ঘষে নিন। মিনিট পনেরোয় ঝাঁ-চকচকে হয়ে যাবে বাথরুমের টাইলস।
৪. ঘরোয়া উপায়ে কাজ না হলে বাজারচলতি টাইলস পরিষ্কারের কোনও রাসায়নিক কিনতে পারেন। কল পরিষ্কারের জন্য স্টিল পরিষ্কারের তরল ব্যবহার করতে পারেন।
নিয়মিত স্নানঘর পরিষ্কার করলে দাগ গাঢ় হবে না। পরিচ্ছন্নতাও বজায় থাকবে। তাই মাসে এক দিন পরিষ্কার না করে সপ্তাহে অন্তত এক দিন স্নানঘরের দেওয়াল, কল পরিষ্কার করার চেষ্টা করুন।