Indoor Plant Care

পাতা ঝরার মরসুমে যত্ন নিন ঘরের গাছগুলির, কী ভাবে নেবেন?

অর্ধেক গাছের পাতা এ সময়ে ঝরে যায়। তাই ঘরের গাছগুলির যত্ন নিতে হবে ভাল করে। কী ভাবে যত্ন করলে শীতেও ভাল থাকবে ইন্ডোর প্ল্যান্ট?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ ১৯:৪৭
Share:

শীতে ঘরোয়া গাছগুলির খেয়াল রাখুন। ছবি: সংগৃহীত।

গাছ দিয়ে ঘর সাজালে আলাদা একটা প্রশান্তি বিরাজ করে বাড়িতে। তাই ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে অনেকে ভরসা রাখেন বাহারি গাছেই। যাঁদের ঘরে গাছপালায় ছয়লাপ, শীতকাল এলে চিন্তার ছাপ পড়ে তাঁদের কপালে। শীতকাল হল পাতা ঝরার মরসুম। অর্ধেক গাছের পাতা এ সময়ে ঝরে যায়। তাই ঘরের গাছগুলির যত্ন নিতে হবে ভাল করে। কী ভাবে যত্ন করলে শীতেও ভাল থাকবে ইন্ডোর প্ল্যান্ট?

Advertisement

১) শীতকাল মানেই সূর্যের দেখা পাওয়া ভার। অথচ ঘরের গাছগুলির যত্ন নিতে রোদ দরকার। শীতে সকালের দিকে বেশ কিছু ক্ষণ রোদ থাকে। সে সময়ে গাছগুলি রোদে দিয়ে রাখুন। জানলা দিয়ে রোদ আসলে গাছগুলি জানলার কাছেই রাখুন। এতে গাছ খানিকটা হলেও সূর্যের আলো পাবে।

২) শীতে দিনের সব সময়ে এক তাপমাত্রা থাকে না। বিশেষ করে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যায়। তাই সন্ধ্যার পর আর বারান্দায় গাছ রাখবেন না। বেশি ঠান্ডায় গাছ আবার শুকিয়ে যেতে পারে।

Advertisement

৩) শীতে গাছের জলশোষণের ক্ষমতা খানিকটা কমে যায়। তাই গাছে জল দেওয়ার বিষয়ে সাবধানে থাকুন। জল দেওয়ার আগে দেখে নিন মাটি ভেজা কি না। ভেজা থাকলে বেশি জল দেওয়া যাবে না। আর শুকনো থাকলে তবেই জল দিন। বেশি জল দিলে আবার গাছের গোড়া পচে যাওয়ার ভয় থাকে।

৪) শীতে গাছের পাতা বেশি শুকিয়ে যায়। তাই প্রতি দিন সকালে উঠে গাছের শুকনো পাতাগুলি ছেঁটে ফেলুন। নিয়মিত এটা করলে গাছের বৃদ্ধিও বাড়ে।

৫) ঘরের বিভিন্ন গাছ শীতে একত্রে রাখবেন না। এক জায়গায় গাছগুলি থাকলে সেখানকার তাপমাত্রাও খানিকটা বেড়ে যায়। তাই শীতে সব গাছ একটু আলাদা আলাদা করে রাখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement