National Cinema Day

মাত্র ৭৫ টাকাতেই মাল্টিপ্লেক্সে বসে সিনেমা দেখার সুযোগ! কী ভাবে অনলাইনে টিকিট কাটবেন?

২৩ সেপ্টেম্বর ভারতের প্রায় চার হাজার মাল্টিপ্লেক্স পেক্ষাগৃহে ৭৫ টাকায় টিকিট কেটে সিনেমা দেখার সুযোগ পাবেন সিনেমাপ্রেমীরা। প্রিমিয়াম সিটের জন্যেও কি টিকিটের মূল্য একই পড়বে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৪
Share:

কবে মিলবে এমন ছাড়?

আপনি কি জানেন ২৩ সেপ্টেম্বর মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এমআইএ) জাতীয় সিনেমা দিবস উদ্‌যাপন করছে? শুধু তাই নয়, এই উদ্‌যাপনের অংশ হিসাবে দর্শক মাত্র ৭৫ টাকায় মাল্টিপ্লেক্সে বসে সিনেমা দেখার সুযোগও পাবে। ভাবছেন বুঝি মশকরা করছি? না! ২৩ সেপ্টেম্বর ভারতের প্রায় চার হাজারটি মাল্টিপ্লেক্স পেক্ষাগৃহে ৭৫ টাকায় টিকিট কেটে সিনেমা দেখার সুযোগ পাবে সিনেমাপ্রেমীরা।

Advertisement

যে কোনও মাল্টিপ্লেক্সে সাধারণ সিটের জন্য টিকিটের মূল্য প্রায় ৩০০ টাকা আর প্রিমিয়াম টিকিট কেনার জন্য খরচ পড়ে প্রায় ১০০০ টাকা। তবে এই বিশেষ দিনের জন্য সিনেমাপ্রেমীরা প্রিমিয়াম টিকিটও পেয়ে যাবেন মাত্র ৭৫ টাকাতেই।

কোন কোন মাল্টিপ্লেক্সে গেলে এই ছাড় মিলবে?

Advertisement

পিভিআর

আইনক্স

সিনেপোলিস

কার্নিভাল

মিরাজ

কী ভাবে অনলাইনে ৭৫ টাকার টিকিট বুক করবেন?

১) প্রথমে নির্দিষ্ট মাল্টিপ্লেক্সের অনলাইন অ্যাপ বা ‘বুক মাই শো’-এর অ্যাপ ডাউনলোড করতে হবে।

২) অ্যাপটি ইনস্টল করার পর নিজস্ব গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপটিতে ‘সাইন ইন’ করুন।

৩) নিজের শহর নির্বাচন করুন।

৪) পছন্দের সিনেমা ও ২৩ সেপ্টেম্বর তারিখটি নির্বাচন করুন।

৫) নিজের সুবিধা মতো সময় ও সিট নির্বাচন করুন।

৬) ৭৫ টাকা অনলাইনে জমা করুন। তা হলেই পেয়ে যাবেন সিনেমার টিকিট।

তবে ‘পিভিআর গোল্ড’ সার্ভিস এই ছাড়ের আওতায় পড়বে না! ‘বুক মাই শো’ অ্যাপ থেকে টিকিট কাটলে আপনাকে ৭৫ টাকার উপর বাড়তি জিএসটি দিতে হবে। প্রেক্ষাগৃহে গিয়ে টিকিট কেটে নিতে পারলে সবচেয়ে ভাল, কোনও বাড়তি টাকা দিতে হবে না আপনাকে। তবে এই ছাড়ের সুবিধা সকলেই নিতে চাইবে, তাই দেরি না করে টিকিট কেটে ফেলাই শ্রেয়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement