না ঘুমিয়ে এতদিন থাকা যায়!

না ঘুমিয়ে কতদিন থাকা যায় জানেন? ২ দিন..৩ দিন..! না এখনও পর্যন্ত টানা ১১ দিন না ঘুমিয়ে থাকার রেকর্ড রয়েছে বিশ্বে। ১৯৬৪ সালে ১৭ বছরের র্যান্ডি গার্ডনার এই রেকর্ড করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০১৬ ১১:৫৯
Share:

না ঘুমিয়ে কতদিন থাকা যায় জানেন? ২ দিন..৩ দিন..! না এখনও পর্যন্ত টানা ১১ দিন না ঘুমিয়ে থাকার রেকর্ড রয়েছে বিশ্বে।

Advertisement

১৯৬৪ সালে ১৭ বছরের র্যান্ডি গার্ডনার এই রেকর্ড করেন। ২৬৪ ঘণ্টা না ঘুমিয়ে ছিলেন তিনি। তারপর অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু তাঁর রেকর্ড ভাঙতে পারেননি।

ব্রেনের ক্লান্তি কাটাতে অবশ্য অনেক কিছু অক্ষরে অক্ষরে পালন করেছিলেন গার্ডনার। এই সময়ে তাঁর খাবারের তালিকায় ছিল কলা, আনারস, অ্যাভোকাডো, গাজরের রস, ভেষজ চা, সবুজ শাক-সবজি আর নানা ধরনের বাদাম। নিয়ন্ত্রিত স্বাস্থ্যকর ডায়েট তাঁর মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করেছিল। পাশাপাশি, তিমি এবং ডলফিনের মতো তাঁর মস্তিষ্কের অর্ধেক অংশ প্রয়োজন মতো বিশ্রামও নিয়ে নিচ্ছিল।

Advertisement

আরও খবর: ঘণ্টার পর ঘণ্টা না ঘুমোলে আপনার শরীরেও হতে পারে এগুলো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement