Safety for Turn On Ac After Long Time

দীর্ঘ সময় বন্ধ থাকার পর বাতানুকূল যন্ত্র চালানোর আগে কোন সতর্কতা জরুরি?

বসন্তেই প্রখর তাপ। গ্রীষ্মকাল আসার আগেই বাড়িতে এসির দরকার হচ্ছে। শীতে অনেক দিন এসি বন্ধ থাকার পর তা চালাতে হলে কী ধরনের সতর্কতা প্রয়োজন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৫:২৭
Share:

অনেক দিন বন্ধ থাকার পর হঠাৎ করে এসি চালাতে হলে কোন কৌশল মেনে চলা দরকার? ছবি:ফ্রিপিক।

শীতে দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটির প্রয়োজন হয় না। তার পর আবার এসি চলে গরমে। তবে এ বার বসন্তেই যে ভাবে গরম পড়েছে, তাতে ক্যালেন্ডারের পাতায় গ্রীষ্মকাল আসার আগেই দরকার হচ্ছে এসির।

Advertisement

দীর্ঘ দিন বন্ধ থাকার পর হঠাৎ করে এসি চালাতে গেলে কিন্তু বিপত্তি হতে পারে। সেটি যেমন না চলতে পারে, তেমনই আবার গ্যাস লিক হলে বা রক্ষণাবেক্ষণের অভাবে কোথাও তার আলগা হয়ে থাকলে বা ছিঁড়ে গেলে বিপদের ঝুঁকি থেকেই যায়। ফলে এসি চালানোর আগে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার।

দীর্ঘ সময় ব্যবহার না করলে যেমন পাখার ব্লেডে পুরু ধুলোর স্তর জমে, এসির ক্ষেত্রেও সমস্যা তেমনই। দীর্ঘ দিন ব্যবহার না করার ফলে এসির ভিতরে বা বাইরের অংশে ধুলো-ময়লা জমতে থাকে। সে সব পরিষ্কার না করলে যন্ত্রটির কাজ করার সময়েও অসুবিধা হওয়া স্বাভাবিক।

Advertisement

১.প্রথমেই দেখা দরকার এসির এয়ার ফিল্টার। সেটিতে ধুলো জমে থাকলে পরিষ্কার করতে হবে। অনেক দিন পড়ে থাকার ফলে তা বদলের দরকার হতে পারে। এসির ভিতরের অংশের ঢাকা খুললেই, একদম সামনে যে জালির মতো অংশ থাকে, সেগুলিই ফিল্টার। এগুলি সহজে খুলে সাবান জল দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়। অনেকে এই কাজ নিজেরাই করেন।

২. এসির বাইরে থাকা অংশটিও পরিষ্কার করা দরকার। কম্প্রেসারে ধুলো জমলে যন্ত্রে বাড়তি চাপ পড়বে। ঠান্ডা হতেও সময় বেশি লাগবে। জল দিয়ে এটি বাইরে থেকে ধুয়ে নেওয়া যায়।

৩. তবে এসি খুব ভাল ভাবে পরিষ্কার করার জন্য পেশাদার লোকজনের প্রয়োজন। কিছু কাজ নিজেরা করা গেলেও পুরোটা করা যায় না। এসির ভিতরে থাকা যন্ত্রাংশ ঠিক আছে কি না, কোথাও কোনও তার আলগা হয়ে রয়েছে কি না, তাঁরাই বুঝতে পারবেন।

৪. এসির জল যে নলের মাধ্যমে বেরোয়, সেটিও ধুলো-ময়লা বা শ্যাওলায় ভরে যেতে পারে। রোদে-জলে অনেক সময় তা নষ্টও হয়ে যায়। গরম আসার আগে সেটিও পরীক্ষা করে নিন। ময়লা পাইপ এক বার ধুয়ে পরিষ্কার করে নেওয়াই ভাল।

৫. পেশাদার কাউকে দিয়ে ‘সার্ভিসিং’-এর পর এসি চালানো যাবে। তবে যদি তা না হয়, তা হলে, বোতাম টিপে প্রথমে এসি চালিয়ে ‘ফ্যান মোড’ চালু করে দিন। এতে ভিতরের ধুলো-ময়লা কিছুটা পরিষ্কার হয়ে যাবে। ১০ মিনিট পরে ঠান্ডা করার মোডটি চালু করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement