ফুল গাছের যত্ন নিন। ছবি: সংগৃহীত।
শীতের ফুলের বাগানে যেন রঙের মেলা বসে। রঙিন ফুলে বাগান ছেয়ে যায়। সে দিকে তাকালে জুড়িয়ে যায় চোখ। কিন্তু শুধু ফুলের সৌন্দর্যে মন হারালে চলবে না, শীতে গাছগুলির দেখাশোনায় বাড়তি নজর দিতে হবে। না হলে সাজানো রঙিন বাগানও শুকিয়ে যেতে পারে। নিজের হাতে বাগান তৈরি করলে, গাছগুলির প্রতি আলাদাই টান থাকে। সাধ্য মতো চেষ্টা করা হয় যাতে যত্নে যাতে কোনও ত্রুটি না থাকে। তবু অনেক সময়ে যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি না জানার কারণে ভুল হয়ে যায়। শীতে কী ভাবে নেবেন ফুল গাছের যত্ন?
পরিমিত জল দেওয়া
গাছ সতেজ এবং প্রাণবন্ত থাকে পর্যাপ্ত জল পেলে। কিন্তু অনেকেরই কাছে পর্যাপ্ত শব্দটির সংজ্ঞা হল মাত্রা ছাড়া। অন্য সময় সমস্যা না হলেও, শীতে এই ভুলটি করলে গাছের ক্ষতি। ঠান্ডায় অতিরিক্ত জল দিলে গাছের গোড়া পচে যেতে পারে। তা ছাড়া শিকড় পর্যন্ত বেশি জল পৌঁছে গেলেও মুশকিল। তাই বুঝেশুনে জল দেওয়া জরুরি।
ঘরে রাখা
খোলা আকাশের নীচ থেকে ফুল গাছের টবগুলি ছাদের তলায় এনে রাখুন। ঘরে বিশেষ জায়গা না থাকলে, ব্যালকনিতেও রাখতে পারেন। কিন্তু ঠান্ডায় ঘরের বাইরে কোনও ভাবেই গাছ রাখা ঠিক হবে না। ঠান্ডা বাতাস আর কুয়াশায় ফুল গাছ শুকিয়ে যেতে পারে।
যথাযথ আলো
গাছের যত্নে পর্যাপ্ত আলো জরুরি। কিন্তু শীতে দ্রুত সন্ধে নেমে যায়, রোদ খুব কম সময়ের জন্যেই থাকে। ফলে গাছ পরিমাণ মতো আলো পায় না। আলোর অভাবে গাছ শুকিয়ে যায়। তাই যত ক্ষণ আলো থাকে, সেই সময়টুকু যাতে গাছ ঠিকঠাক রোদ পায়, সে দিকে খেয়াল রাখা জরুরি।