বর্ষায় ঘরের সাজে আনুন বদল। ছবি:সংগৃহীত।
বর্ষায় জলকাদামাখা রাস্তায় বেরোনোর চেয়ে বারান্দায় বসে বৃষ্টি দেখতেই বেশি ভাল লাগে। মেঘলা দিনে মন যেন পাড়ি দেয় মেঘেদের দেশে। বদলে যায় প্রকৃতির রূপও। তবে প্রকৃতির পাশাপাশি নিজের ঘরের সাজেও তো খানিক বদল আনা জরুরি। বর্ষায় খাবারদাবার থেকে পোশাক, সবেতেই বদল আসে। সেই তালিকায় ঘর তো বাদ যেতে পারে না। বর্ষায় ঘরের সাজে কতটা বদল আনবেন?
১) মুষলধারে হোক কিংবা ঝিরঝিরে, জানলার ধারে বসে সারা দিন বৃষ্টি দেখতে, বৃষ্টির আওয়াজ শুনতে ভালবাসেন অনেকে। বৃষ্টিধোয়া গাছপালা যেন চোখের আরাম। তবে এমন মনোরম দৃশ্য পর্দা দিয়ে ঢেকে রাখবেন না। জানলায় যদি মোটা পর্দা থাকে, তা হলে এখনই বদলে ফেলুন। বাইরের সোঁদা গন্ধ ঘরে আসতে দিন। বরং স্বচ্ছ পর্দা লাগান।
২) ভিজে জামা, জুতো, ছাতা রাখুন ঘরের নির্দিষ্ট কোণে। ঘরে ঢোকার মূল দরজার পাশেই পাটের অথবা রবারের পাপস রাখুন। তার পাশেই খুলে রাখুন ভিজে জুতো, ছাতা, রেনকোট। আলাদা ঝুড়িতে ভিজে পোশাকগুলি রাখতে পারেন। তবে যেখানেই রাখুন ছড়িয়ে-ছিটিয়ে রাখবেন না।
৩) বর্ষাকাল মানেই পোকামাকড়ের উপদ্রব। সেই সঙ্গে সারা ঘরে উড়ে বেড়ানো মাছি তো আছেই। এই বাড়তি ঝামেলা তাড়াতে ব্যবহার করতে পারেন নিমপাতা, কর্পূর, লবঙ্গ। বিছানার নীচে দিয়ে রাখতে পারেন এগুলি। এ ছাড়াও বিভিন্ন স্প্রে পাওয়া যায়। সেগুলিও ব্যবহার করতে পারেন।
৪) বর্ষায় সোফা থেকে দেওয়ালে বসতে পারে রঙের মেলা। এক রঙা সোফায় রাখুন উজ্জ্বল রঙের কুশন। এ ছাড়াও টেবিল ল্যাম্প, ফুলদানিতেও থাক রঙের ছোঁয়া। দেওয়ালে নানা রঙিন ছবি, শোপিস টাঙাতে পারেন। বর্ষায় মন উদাস হয় বেশি। এত রঙের মাঝে থাকলে মন খারাপ হওয়ার সুযোগ হবে না।