কম যত্নের গাছ। ছবি: সংগৃহীত।
শীতকালে বাড়ির দোতলার বারান্দাটিতে মাঝেমাঝেই এসে বসেন। শীতের রোদ গায়ে মাখতে মাখতে বারান্দায় ছোটখাটো বাগান তৈরি ভাবনা বহু বার মনে এসেছে। বাকি সব দায়িত্ব সামলে গাছের যত্ন নেওয়ার সময় পাওয়া যাবে কি না, সেটা ভেবেই আর ইচ্ছাপূরণ করা হয়নি। কিন্তু এমন অনেক গাছ রয়েছে, যেগুলি কম যত্নেই তরতরিয়ে বড় হয়। যে গাছগুলি খুব বেশি দেখাশোনা করার দরকার পড়বে না, সেগুলিই ব্যালকনিতে রাখুন। রইল কম যত্নের কিছু গাছের হদিস।
স্পাইডার প্ল্যান্ট
খুবই জনপ্রিয় একটি ‘ইনডোর প্ল্যান্ট’ এটি। অনেকে ছাদে বা বারান্দায় এই গাছ রাখেন। একটা ধারণা প্রচলিত রয়েছে, স্পাইডার প্ল্যান্ট বাঁচাতে প্রচুর আলোর দরকার। তা কিন্তু নয়। একটু কম আলোতেই এই গাছ বেশি ভাল ভাবে বাড়ে। পরিমিত জল পেলেই হল। আর একটা কথা মনে রাখা দরকার। এই গাছের পাতা শুকিয়ে গেলে সেই শুকনো পাতা ঝটপট কেটে দিতে হবে। তা হলে আরও তাড়াতাড়ি বাড়বে এই গাছ।
বার্ড অফ প্যারাডাইস
নানা রকমের ফুলের এই গাছ ঘরের ভিতরে খুব সহজে বাঁচে। খুব বেশি আলোর দরকার হয় না। তবে এর ক্ষেত্রে জল দেওয়ার বিষয়ে সচেতন হতে হবে। খুব বেশি জল গোড়ায় জমে থাকলে এই গাছ মরে যেতে পারে। একমাত্র তখনই জল দিতে হবে, যখন মাটি শুকিয়ে যাবে।
পথোস
মানিপ্ল্যান্ট নামে পরিচিত এই গাছ বাঁচিয়ে রাখতে মাটিও লাগে না। শুধু জলের মধ্যে গোড়া ডুবিয়ে রেখে দিলেও এই গাছ বেঁচে যায়। এদেরও খুব বেশি আলোর দরকার হয় না। দীর্ঘ দিন জল বা আলো না পেলেও সহজেই বেঁচে থাকে এই গাছ। পাতাও সবুজ থাকে।