Plant Care

ঘরে রোদ না এলে কি গাছ দিয়ে বাড়ি সাজাবেন না? কম আলোতেও বেড়ে ওঠে কোন কোন গাছ?

ফ্ল্যাটবাড়িতে যেখানে আলো বাতাস খেলে কম, সেখানে রোদ না পেয়ে গাছ নষ্ট হয়ে যাবে ভেবেও অনেকে পিছিয়ে আসেন। কিন্তু বেশ কিছু গাছ আছে, যেগুলি যত্ন ছাড়াই বেড়ে ওঠে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২০:৫৭
Share:

—ফাইল চিত্র।

গাছ দিয়ে ঘর সাজানোর শখ হয়তো অনেকেরই থাকে। কিন্তু যত্নের অভাবে নষ্ট হয়ে যাবে ভেবে কেউ কেউ ঝুঁকি নিতে চান না। বিশেষ করে ফ্ল্যাটবাড়িতে যেখানে আলো বাতাস খেলে কম, সেখানে রোদ না পেয়ে গাছ নষ্ট হয়ে যাবে ভেবেও অনেকে পিছিয়ে আসেন। কিন্তু বেশ কিছু গাছ আছে, যেগুলি যত্ন ছাড়াই বেড়ে ওঠে। খুব বেশি সূর্যের আলোও দরকার পড়ে না।

Advertisement

স্নেক প্ল্যান্ট

একদম আলো ঢোকে না এমন কোণেও বেড়ে উঠবে এই গাছ। খুব বেশি জলও দিতে হয় না। নানা রকমের স্নেক প্ল্যান্ট পাওয়া যায়। ঘর সাজানোর জন্য গাছগুলি আদর্শ।

Advertisement

মানি প্ল্যান্ট

মানি প্ল্যান্টও বেড়ে ওঠার জন্য বেশি সূর্যের আলো লাগে না। লতানো আর বাহারি পাতার ওই গাছ যেখানেই রাখবেন ভাল লাগবে। বিশেষ যত্নেরও প্রয়োজন হয়। কারুকাজ করা টবের মাটিতে বা নকশা করা কাচের বোতলে জল দিয়ে বারান্দায় বা ঘরের কোনে রাখতে পারেন।

স্পাইডার প্ল্যান্ট

আর্দ্র পরিবেশে সবচেয়ে ভাল বাড়ে এই গাছ। তবে মাঝে মাঝে আলোর প্রয়োজনও পড়ে। যে ঘরের জানলার অল্প স্বল্প রোদ আসে, এমন জায়গায় রাখার চেষ্টা করুন। গাছের পাতা হলদে হয়ে গেলে বুঝবেন আরও আলোর প্রয়োজন। সে ক্ষেত্রে সপ্তাহে একদিন এই গাছ বারান্দায় রাখুন। তবে সরাসরি সূর্যের আলোয় রাখবেন না।

অ্যালোভেরা

অ্যালোভেরা গাছও দারুণ পোক্ত গাছ। জল কম দিতে হয়। আর্দ্র পরিবেশ থেকেই পুষ্টি জুটিয়ে নেয়। খুব বেশি আলো ছাড়াই দিব্যি বড় হবে এই গাছ। আবার ত্বক পরিচর্যাতেও কাজে লাগে।

ব্যাম্বু প্ল্যান্ট

ছোট ছোট চিনে বাঁশ গাছগুলো জলেই বাড়ে। এরাও খুব কম আলোয় বেঁচে থাকে। বাথরুমের বা বেসিনের পাশে শৌখিন কাচের পাত্রে ওই গাছ রেখে সাজাতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement