Aquarium Care

অ্যাকোয়ারিয়ামের যত্ন নেওয়ার উপায় কী, কী ভাবে রাখবেন মাছের খেয়াল, রইল কিছু প্রয়োজনীয় তথ্য

মাছের যত্ন নেওয়া সহজ নয়। অ্যাকোয়ারিয়াম পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন কী ভাবে, মাছ পুষতে গেলে কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, রইল তথ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২৪ ২০:১০
Share:

অ্যাকোয়ারিয়ামের যত্ন নেবেন কী ভাবে। ছবি: ফ্রিপিক।

আপনার ঘরের অ্যাকোয়ারিয়ামটি শুধু ঘর সাজানোর সরঞ্জাম নয়, বরং এটি কতকগুলি রঙিন সুন্দর প্রাণীর বাসস্থান। তাই ভালভাবে এর যত্ন নেওয়াঅত্যন্ত জরুরি।

Advertisement

অ্যাকোয়ারিয়াম স্থাপন:

আকার নির্বাচন: মাছের প্রজাতি ও সংখ্যার উপর নির্ভর করে অ্যাকোয়ারিয়ামের আকার নির্বাচন করতে হবে। অ্যাকোয়ারিয়াম বড় হলে সাধারণত অবুবিধা হয় না। কিন্তু, ছোট হলে গাদাগাদি করে অনেক মাছ না রাখা উচিৎ।

Advertisement

স্থান নির্বাচন: ঘরের এমন একটি জায়গায় অ্যাকোয়ারিয়ামটি স্থাপন করুন, যেখানে, সরাসরি সূর্যালোক পৌঁছয় না। উঁচু-নীচু অথবা এবড়ো-খেবড়ো জায়গা এড়িয়ে চলুন। স্থিরভাবে বসতে পারবে, এমন জায়গায় অ্যাকোয়ারিয়ামটিরাখুন।

সরঞ্জাম: ফিল্টার, হিটার, থার্মোমিটার, বায়ু-পাম্প ইত্যাদি প্রয়োজনীয় সরঞ্জামগুলি জোগাড় করে ঘরে মজুত রাখুন। এগুলি অ্যাকোয়ারিয়ামের যত্নের জন্য প্রয়োজন হবে।

জল প্রস্তুতি:

জলের ডিক্লোরিনেশন বা ক্লোরিন দূরীকরণ: অ্যাকোয়ারিয়ামের জলের ক্লোরিন অপসারণ করা অবশ্য প্রয়োজন। ক্লোরিনযুক্ত জলে মাছ থাকতে পারে না।

তাপমাত্রা: অ্যাকোয়ারিয়ামের জল যেন এমন তাপমাত্রায় থাকে, যা মাছের জন্য উপযোগী। ২৪–২৬.৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এক্ষেত্রে উপযুক্ত।

পিএইচ মাত্রা: জলের পিএইচ মাত্রা ৬.৫ থেকে ৮.৫-এর মধ্যে থাকলে ভাল।

মাছের আচরণ, জলের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করুন। ছবি: সংগৃহীত

মাছ নির্বাচন:

শুরুতে: অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সহজে বেঁচে থাকতে পারে, এমন মাছের প্রজাতি নির্বাচন করুন। ‘টেট্রাস’, ‘প্লেইটেস’, ‘মলি’, ‘ক্যাটফিশ’ এসব দিয়ে শুরু করা যেতে পারে।

বিভিন্ন প্রজাতির মাছ নির্বাচনের ক্ষেত্রে: একসঙ্গে বাঁচতে পারে, এমন প্রজাতির মাছ নির্বাচন করার দিকে নজর রাখা জরুরি।

মাছের সংখ্যা: অ্যাকোয়ারিয়ামের আকার অনুযায়ী মাছের সংখ্যা সীমিত রাখা প্রয়োজন।

খাদ্য:

মাছের প্রজাতির উপযোগী খাবার দিন। বেশি খাবার দেওয়া এড়িয়ে চলুন, নিয়মিত অল্প পরিমাণে খাবার দিন। মাছের খাওয়ার অভ্যাস ও আচরণ পর্যবেক্ষণ করে খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণ করুন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা:

নিয়মিত জল পরিবর্তন: সপ্তাহে একবার অ্যাকোয়ারিয়ামের ২৫ শতাংশ জল পরিবর্তন করা দরকার।

ফিল্টার পরিষ্কার: অ্যাকোয়ারিয়ামের জল যেন অবশ্যই নিয়মিত ফিল্টার করা হয়।

স্যাঁতসেঁতে আবর্জনা: অ্যাকোয়ারিয়ামের তলদেশে জমা স্যাঁতসেঁতে আবর্জনা নিয়মিত সরিয়ে ফেলুন।

অন্যান্য বিষয়:

নিয়মিত পর্যবেক্ষণ: মাছের আচরণ, জলের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করুন।

স্বাস্থ্য সমস্যা: রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। মাছের যত্ন সম্পর্কে নিয়মিত জ্ঞান অর্জন করুন।

এ বিষয়ে নিয়মিত পড়াশোনা করলে ভাল হবে।অ্যাকোয়ারিয়ামের রক্ষণাবেক্ষণ এবং মাছের যত্ন নেওয়া খুবই ধৈর্যের বিষয়। নিয়মিত যত্ন নেওয়ার মাধ্যমেই মাছ সুস্থ ও সুন্দর থাকবে। প্রয়োজনেঅভিজ্ঞদের পরামর্শ নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement