ছবি: প্রতীকী
খাবার খেতে গিয়ে অসাবধানে কার্পেটের উপর পড়ে যেতেই পারে। যাঁদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তাঁদের কাছে এই সমস্যা নতুন নয়। আবার শখ করে নখে যে ‘আর্ট’ করিয়েছেন, হলুদ লেগে তার রং বদলে যাওয়া নিয়েও অনেকেই চিন্তিত। রান্না করতে গিয়ে, খেতে গিয়ে নিত্যদিনের ব্যবহার্য জিনিসে হলুদের দাগ ধরে যাওয়া নিয়ে প্রায়শই ঝামেলায় পড়তে হয়। এই দাগ লাগা জিনিস ফেলে দেওয়া ছাড়াও উপায় থাকে না। তবে অভিজ্ঞরা বলছেন কাচ, কাঠ, ফাইবার বা পোশাক থেকে হলুদের দাগ তুলে ফেলার সহজ, ঘরোয়া সমাধান রয়েছে।
১) বাসনে হলুদের দাগ
বেকিং সোডা এবং জল দিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন।
হলুদের দাগ লাগা জায়গায় ওই মিশ্রণ দিয়ে রেখে দিন ১৫ মিনিট। তার পর হাত দিয়ে ঘষতে থাকুন।
এ বার তরল সাবানে ভেজানো কাপড় দিয়ে ওই জায়গা পরিষ্কার করে নিন।
পরে শুকনো কাপড় দিয়ে কাচের বাসন মুছে নিতে পারেন।
২) হেঁশেলের আসবাবে হলুদের দাগ
বেকিং সোডা এবং জল দিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করুন।
হলুদের দাগ লাগা জায়গায় ওই মিশ্রণ দিয়ে রেখে দিন ১৫ মিনিট।
এ বার তরল সাবানে ভেজানো কাপড় দিয়ে ওই জায়গা পরিষ্কার করে নিন।
পরে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন।
৩) কার্পেটে লাগা হলুদের দাগ
দাগ লাগা জায়গাটিতে শুকনো বেকিং সোডা দিয়ে পুরু করে ঢেকে ফেলুন। মিনিট পাঁচেক ওই অবস্থায় রেখে দিন।
বেকিং সোডার রং বদলে গেলে তা চেঁছে তুলে ফেলুন।
এ বার তরল কাপড় কাচার বা বাসন ধোয়ার সাবান জলে গুলে নিন। পরিষ্কার কাপড় ওই মিশ্রণে ভিজিয়ে নিয়ে দাগ লাগা অংশটি পরিষ্কার করে ফেলুন।
৪) নখে লাগা হলুদের দাগ
ত্বকের জন্য ক্ষতিকর নয়, এমন অ্যালকোহল দিয়ে হাত এবং নখে লাগা হলুদের দাগ তুলে ফেলতে পারেন।
এ ছাড়াও একটি ঘরোয়া পদ্ধতি রয়েছে। লেবুর রস এবং বেকিং সোডা দিয়ে একটি মিশ্রণ তৈরি নিন। হাত এবং নখের যে যে অংশে হলুদের দাগ রয়েছে, সেখানে বেকিং সোডার মিশ্রণ ঘষে নিন। হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
৫) পোশাকে লাগা হলুদের দাগ
প্রথমে দাগ লাগা জায়গাটি ঠান্ডা জলে ভিজিয়ে দিন।
ওই ভিজে, দাগ লাগা জায়গায় সরাসরি কাপ়ড় কাচার সাবান ছড়িয়ে দিন।
কিছু ক্ষণ ওই অবস্থায় রেখে দিন। তার পর হাত দিয়ে ঘষতে থাকুন।
এ বার সাধারণ কাপড় কাচার সাবান দিয়ে দাগ লাগা পোশাক কেচে ফেলুন।