Bathroom Smell

স্নানঘরে ঢুকলেই বিশ্রী গন্ধ! কোন উপায়ে সমাধান?

স্নানঘরে বিশ্রী গন্ধ হয় কেন? কী করলে এ থেকে মুক্তি পাবেন, জেনে নিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৪ ২০:১২
Share:

স্নানঘরে ঢুকলেই বিশ্রী গন্ধ! কোন উপায়ে সমাধান? ছবি: সংগৃহীত।

বাড়ি যতই সুন্দর হোক, স্নানঘরে ঢুকলেই যদি অতিথি বিশ্রী গন্ধ পান, তাহলে সম্মানের দফরফা। শুধু অতিথি কেন, দিনে একাধিক বার যেখানে যেতেই হয়, স্নানও সারতে হয়, সেই জায়গাতেই যদি দুর্গন্ধ বার হয়, তা হলে বাড়ির লোকেরই যেতে ইচ্ছা করবে না। শৌচাগার ও স্নানঘরের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাস্থ্যের প্রশ্নও। এখন প্রায় প্রতিটি বাড়িতে স্নান ও শৌচকার্যের জন্য একটি ছোট জায়গাই বরাদ্দ থাকে।

Advertisement

ফলে, শৌচালয়ের প্রতিটি জিনিস নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। না হলে সংক্রমণ অনিবার্য।

কেন হয় দুর্গন্ধ?

Advertisement

স্নানঘর ব্যবহারের পর ঠিকমতো জল দেওয়া না হলে দুর্গন্ধ হতে পারে।

নিয়মিত শৌচাগারের জিনিসপত্র পরিষ্কার করা না হলেও এই সমস্যা হতে পারে।

স্নানঘর যদি বদ্ধ হয়, হাওয়া চলাচলের জায়গা না থাকে, তা হলেও এমনটা হয়।

কোন কোন বিষয় মাথায় রাখা দরকার

স্নানঘরের বাতাস বাইরে বার করার জন্য পাখা থাকলে তা চালিয়ে রাখুন।

২. স্নানঘরের জানলা খুলে দিন, যাতে আলো-হাওয়া ঢুকতে পারে।

৩. নিয়মিত স্নানঘর পরিষ্কার রাখুন।

৪. শৌচকার্যের জন্য ব্যবহৃত জিনিস সাবান বা রাসায়নিক ব্যবহার করে পরিষ্কার করুন।

৫. অনেক সময় স্নানঘরে বেসিন থাকলে, সেখানে চুল জমে, ময়লা পড়ে দুর্গন্ধ হয়। নিয়মিত বেসিনও পরিষ্কার করতে হবে।

৬. স্নানঘর যতটা সম্ভব শুকনো রাখা দরকার।

সুগন্ধ কী ভাবে?

স্নানঘরে ব্যবহারের জন্য বাজারচলতি সুগন্ধী টাঙিয়ে রাখতে পারেন।

একটি বাটিতে কিছুটা সোডা রেখে দিলেও ভ্যাপসা গন্ধ, স্যাঁতসেতে ভাব দূর হবে।

ভিনিগার ও লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে বেসিন থেকে স্নানঘরের বিভিন্ন জায়গায় স্প্রে করতে পারেন। এতে দুর্গন্ধও দূর হবে, আবার এই মিশ্রণ দিয়ে বেসিন দিয়ে স্নানঘরের জিনিসপত্র পরিষ্কার করাও যাবে।

একটি পাত্রে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে রাখলেও, সুগন্ধ ছড়াবে।

স্নানঘরে বিদ্যুতের প্লাগ পয়েন্ট থাকলে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে এসেনশিয়াল অয়েলের বাষ্প ছড়িয়ে দিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement