Keep Flower Fresh

সরস্বতী পুজোয় ফুল দিয়ে ঘর সাজাবেন, সেই ফুল টাটকা থাকবে কী ভাবে?

সরস্বতী পুজোয় শুধু গাঁদাফুল নয়, মণ্ডপ বা ঘর সাজাতে ফুলদানিতে গোলাপ, ডালিয়া রাখতে পারেন। কী ভাবে কয়েক দিন পর্যন্ত সেই ফুল টাটকা থাকবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৮
Share:

ফুলদানিতে কী ভাবে ফুল টাটকা থাকবে? ছবি:ফ্রিপিক।

সরস্বতী পুজো শুধু মণ্ডপে নয়, ঘরে ঘরেও হয়। মণ্ডপ হোক বা বাড়ি কিংবা স্কুল, এই পুজোয় গাঁদাফুলের ব্যবহারই সর্বাধিক। মণ্ডপসজ্জাই হোক বা বাগ্‌দেবীকে অঞ্জলি দেওয়া, রকমারি গাঁদাফুল থাকতে হবেই। তবে শুধু গাঁদাফুলের মালা দিয়ে নয়, সরস্বতী পুজোয় মণ্ডপ বা বাড়ি সাজাতে ব্যবহার করতে পারেন পছন্দের যে কোনও ফুল দিয়েই। রকমারি ফুলদানিতে সুন্দর করে ফুল সাজিয়ে রাখলে দেখতে ভাল লাগবে। তবে কী ভাবে সেই ফুল কয়েক দিন পর্যন্ত টাটকা রাখবেন?

Advertisement

১. গাঁদা ফুল যদি ডাঁটি-সহ থাকে তা হলে পরিষ্কার জলে ডাঁটি চুবিয়ে রাখুন। ২৪ ঘণ্টার বেশি এ ভাবে গাঁদা ফুল টাটকা রাখা যাবে। পুজোর জন্য টাটকা থাকবে ফুল। তবে সরস্বতী পুজোয় ঘর সাজাতে সাধারণত মালা বা কুচোনো ফুল ব্যবহার হয়।

২. গোলাপ বা ডালিয়া কিংবা চন্দ্রমল্লিকা যে কোনও ফুল দিয়েই সরস্বতী পুজোর মণ্ডপ, ঘর সাজাতে পারেন। এ ক্ষেত্রে যে ফুলই বেছে নিন না কেন ফুলদানিটি পরষ্কার রাখতে হবে। ঠান্ডা বা গরম নয়, ঘরের তাপমাত্রায় থাকা জল ব্যবহার করতে হবে।

Advertisement

৩. জল দিয়ে রাখার সময় ফুলের ডাঁটি ৪৫ ডিগ্রি কোণে কাটতে হবে। এতে ডাঁটির অনেকটা অংশ জলের সংস্পর্শে থাকবে। ফলে জল শোষণ করা সহজ হবে। ফুলদানিতে প্রতি দিন সেই জল পাল্টাতে হবে। পাপড়ি শুকিয়ে গেলে বা পাতা পচতে দেখলে সেগুলি ছেঁটে ফেলা দরকার।

৪. ফুল রাখার সময় খেয়াল রাখুন ডাঁটির সঙ্গে থাকা পাতা জলে ডুবে নেই তো। এতে পাতা পচে যেতে পারে। তা থেকে ব্যাক্টিরিয়া সংক্রমণও হলে ফলে ফুল দ্রুত শুকিয়ে যেতে পারে। ফুল বেশি দিন ভাল রাখতে বিশেষ মিশ্রণ জলে মিশিয়ে নিতে পারেন। ফুলের দোকানেই এই ধরনের মিশ্রণ পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement