পোশাকের হলুদ দাগ কিছুতেই উঠছে না? ছবি: সংগৃহীত
বিয়েবাড়িতে গিয়ে পেটপুজোর চক্করে অনেক সময়ে খাবারের দাগ লেগে যায় পোশাকে। অনেক সময়ে আবার ঘাম, সানস্ক্রিন লোশন কিংবা ডিয়োড্র্যান্টের থেকেও হলদে দাগ তৈরি হয় পোশাকে। বিশেষ করে হালকা রঙের পোশাকে যদি এই ধরনের দাগ তৈরি হয়, তবে তা বেশ বিড়ম্বনার কারণ।
বিশেষজ্ঞরা বলছেন, ছোট্ট একটি টোটকা জানা থাকলে আর গলদঘর্ম হতে হবে না এই ধরনের হলদে দাগ তুলতে। হাতের কাছেই রয়েছে এমন দু’টি উপাদান, যেগুলি ব্যবহার করলে কাজ হতে পারে ম্যাজিকের মতো। বাড়িতে যদি বেকিং সোডা আর ভিনিগার থাকে, তবে জল ছাড়াই সহজে তুলে ফেলা যেতে পারে হলদে দাগ।
ছবি: সংগৃহীত
কী করবেন?
প্রথমে অল্প পরিমাণ বেকিং সোডা নিয়ে লাগিয়ে দিন দাগের উপর। এ বার একটি দাঁত মাজার ব্রাশ ভিনিগারে চুবিয়ে সেই ভেজা ব্রাশ দিয়ে বেকিং পাউডারটি ঘষে নিন। এর পর একটি পরিষ্কার কাপড় দিয়ে ভেজা জায়গাটি মুছে নিন। বেকিং সোডা ক্ষার ও ভিনিগার অ্যাসিড। ফলে একসঙ্গে ঘষলে উপাদান দু’টির মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, এই ধরনের বিক্রিয়ায় জৈব পদার্থ সহজে দ্রবীভূত হয়ে যায়। ফলে হলদে দাগ উঠে যায়।