ঘর সাজান মন এবং মাথা দিয়ে। ছবি: সংগৃহীত।
ফাঁকা ঘরে প্রাণপ্রতিষ্ঠা করে বাহারি আসবাব। তাই বাড়ি সাজানোর ক্ষেত্রে প্রথমেই আসবাবের কথা মনে পড়ে। আসবাবের ক্ষেত্রে অনেকেই ভীষণ খুঁতখুঁতে। ঘরের আবহের সঙ্গে মানানসই নকশা আর রং মিলিয়ে আসবাব বাছাই করেন। তবে শুধু ঘরের সঙ্গে সামঞ্জস্য রেখে আসবাব কিনলেই চলবে না, সাজাতেও হবে ঠিক ভাবে। নতুন বাড়ি আসবাব দিয়ে সাজানোর আগে মাথায় রাখুন কয়েকটি বিষয়।
শোয়ার ঘর
নিজেদের ব্যক্তিগত এই পরিসরটি একটু গুছিয়ে সাজানো জরুরি। শোয়ার ঘরে খাট, ড্রেসিং টেবিল, আলমারি খুবই সাধারণ কয়েকটি আসবাব। এগুলিকেই একটু বুঝেশুনে রাখতে হবে। শোয়ার ঘরে খাট একটু দেওয়াল ঘেঁষে রাখতে পারেন। খাটের পাশে সাজের টেবিলটি রাখলে মন্দ হবে না। অনেকেই খাটের পাশে আলমারি রাখেন। তার চেয়ে খাটের বিপরীতে রাখতে পারেন। তাতে সুবিধেই হবে।
বসার ঘর
এই ঘরের সাজ বাইরের মানুষের কাজ আপনার রুচি তুলে ধরবে। তাই বসার ঘর সাজানোর ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে। বসার ঘর যদি বড় হয়, তা হলেও বেশি আসবাব রাখার দরকার নেই। বরং বেশ বড় আকৃতির একটি সোফা রাখতে পারেন। তাতে বসার জায়গার অভাব হবে না। তবে সোফার সামনে একটি ছোট টেবিল রাখতে পারেন। আর সোফার পাশে একটি লম্বা কোনও বাহারি আলো। বসার ঘরের এটুকু সাজ যথেষ্ট।
খাওয়ার ঘর
অনেকেরই আলাদা একটি খাওয়ার ঘর আছে। আবার ড্রয়িংরুমের বর্ধিত অংশেই অনেকে খাওয়াদাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করেছেন। এই দু’টি ক্ষেত্রেই খাওয়ার জায়গাটি সাজাতে পারলে ভাল। খাওয়ার জায়গায় টেবিল-চেয়ার তো থাকবেই। তা ছাড়াও মেঝেতে একটি কার্পেট পাততে পারেন, ভাল দেখাবে।