হেঁশেলের সাজে থাক রাজকীয়তার ছোঁয়া। ছবি: সংগৃহীত।
হেঁশেল হল বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।দিনের বেশ খানিকটা সময় অনেকের সেখানেই কাটে। তাই শুধু অন্দর নয়, হেঁশেলের সাজও মন ভাল করার মতো হওয়া জরুরি। তার কয়েকটি সহজ উপায় রয়েছে। তা দিয়ে কম খরচেই বিলাসবহুল সাজের ছোঁয়া পাবে রান্নাঘর।
১) বসার ঘর সাজানোর জন্যই কেবল অ্যান্টিক জিনিস কেনেন? রান্নাঘরের ক্ষেত্রেও ব্যবহার করুন ছোটখাটো অ্যান্টিক জিনিস। এখন যেমন পুরনো ধরনের কেটলি ব্যবহার করা হয় না, তাই রান্নাঘরের এক কোণে এ রকম পুরনো ধাঁচের ডিজাইনার কেটলি রাখতে পারেন।
২) ঘর সাজানোর ক্ষেত্রে গাছ একটি অন্য মাত্রা এনে দেয়। রান্নাঘরের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। ছোট জায়গা হলে একটি বা দু’টি গাছ রাখতে পারেন। রান্নাঘরের পাশে কোনও তাকে ছোট ছোট গাছ রাখুন।
৩) হেঁশেলের বিলাসবহুল সাজ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে সুগন্ধী ব্যবহার না করলে। রান্নাঘর থেকে এমনিতেই খাবারদাবারের গন্ধ বেরোয়। তবেবাকি সময়টা রান্নাঘরে মিষ্টি পরিবেশ তৈরি করে রাখতে হাল্কা করে সুগন্ধী ছড়িয়ে দিন।