Home Decor

Home Decor Tips: ঘর ছোট ক্ষতি নেই, ‘বাড়িয়ে নিন’ বুদ্ধি করে!

সাম্প্রতিকের বহুতলের ঘরগুলিতে হাত-পা ছড়িয়ে থাকার সুযোগ অনেক কম। জায়গা এত কম যে, প্রয়োজনীয় আসবাব রাখার পর হাঁটাচলার জন্যেও অবশিষ্ট জায়গা বলতে কিছু থাকে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৩
Share:

মাথা খাটালেই আপনার ছোট ঘরকে বেশ বড়সড় দেখাতে পারেন। ছবি: সংগৃহীত

নিজের বাড়ির মতো শান্তি বোধহয় আর অন্য কোথাও পাওয়া যায় না। কিন্তু সাম্প্রতিকের বহুতলের ঘরগুলিতে হাত-পা ছড়িয়ে থাকার সুযোগ অনেক কম। জায়গা এত কম যে, প্রয়োজনীয় আসবাব রাখার পর হাঁটাচলার জন্যেও অবশিষ্ট জায়গা বলতে কিছু থাকে না। তবে একটু মাথা খাটালেই আপনার ছোট ঘরকে বেশ বড়সড় দেখাতে পারেন।

Advertisement

ছোট ঘরকে বড় করে তুলবেন কী ভাবে?

দেওয়ালের রং

Advertisement

ছোট ঘরের জন্য দেওয়ালের সঠিক রং বাছাই জরুরি। ছোট ঘরের দেওয়ালের জন্য হালকা অথচ উজ্জ্বল রং নির্বাচন করুন। সাদা, হালকা হলুদ ছোট ঘরে ভাল মানাবে।

ঘরের পর্দা

ঘর ছোট হলে ঘরের পর্দার সঙ্গে যেন দেওয়ালের রঙের সামঞ্জস্য থাকে। হয় দেওয়ালের রঙের অথবা দেওয়ালের রঙের থেকে এক বা দুই পরত বেশি গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন।

ছবি: প্রতীকী ছবি: সংগৃহীত

বাড়তি জিনিস তুলে রাখুন

ঘরে অপ্রয়োজনীয় কোনও জিনিস রাখবেন না। যে জিনিস বা আসবাবগুলি প্রতিদিন ব্যবহার করা হয় না সেগুলি ছড়িয়ে ছিটিয়ে না রেখে সযত্নে তুলে অন্যত্র রাখুন।

আয়না লাগান

ঘর সাজাতে ব্যবহার করতে পারেন আয়না। আয়না ঘরের আয়তন দৃশ্যত বড় দেখাতে সাহায্য করে।

আসবাব

অনেক উন্নতমানের আসবাব বাজারে দেখা যায়, যেগুলির একই অঙ্গে অনেক রূপ। এর একটি ভাল উদাহরণ হল সোফা কাম বেড। এর ব্যবহারে জায়গাও বাঁচে অনেকটা।

ঘরের সব আসবাব দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখবেন না। হালকা কিছু আসবাব দেওয়ালে কোণ করে রাখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement