অনেকের আবার মোবাইলের এই সাদা খাপগুলি বেশি পছন্দ। ছবি: সংগৃহীত
মোবাইল ফোন যত্নে রাখতে অনেকেই কভার ব্যবহার করেন। নানা রঙের এবং নকশার বিভিন্ন ধরনের মোবাইলের খাপ বাজারে পাওয়া যায়। নকশা আঁকা মোবাইল খাপের পাশাপাশি একেবারে সাদা, স্বচ্ছ খাপও কিনতে পাওয়া যায়। অনেকের আবার মোবাইলের এই সাদা খাপগুলি বেশি পছন্দ। কারণ এতে মোবাইলের আসল রং ঢাকা পড়ে না।
কিন্তু এই ধরনের মোবাইল খাপের কিছু সমস্যা রয়েছে। কিছু দিন ব্যবহার করতে না করতেই ধুলো ও ঘামের কারণে এই খাপগুলির রং হলুদ হতে শুরু করে। তখন মোটেই তা দেখতে ভাললাগে না। এমন হলে কী ভাবে পরিষ্কার করবেন মোবাইলের খাপ?
হলুদ হয়ে যাওয়া মোবাইলের খাপ পরিষ্কার করতে ব্যবহার করতে ভরসা রাখতে পারেন টুথপেস্টে। তার সঙ্গে বাসন পরিষ্কার করার তরল সাবান। আর কিছুটা ভিনিগার। ্অল্প নুন। এই চারটি উপাদান মিশিয়ে যে তরলটি তৈরি হবে তার মধ্যে মোবাইলের খাপটি মিনিট দশেকের জন্য ডুবিয়ে রাখুন। এর পর ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। একেবারে নতুনের মতো হয়ে যাবে আপনার মোবাইলের খাপ।