রাত পোহালেই বড়দিন। ছবি: সংগৃহীত।
রাত পোহালেই বড়দিন। যিশুর জন্মদিন উদ্যাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গোটা শহর সেজে উঠেছে রঙিন আলোয়। কেকের দোকানগুলিতে তিলধারণের জায়গা নেই। বড়দিনের আগেই রেস্তরাঁগুলিও ভিড়ে ঠাসা। বড়দিনে কেমন সাজবেন, কী খাবেন, কোথায় যাবেন— সব কিছুই ছকে রেখেছেন অনেকে। তবে উৎসবের আবহে শুধু নিজেকে সাজালে তো চলে না। বাড়ির কোণে কোণেও ছড়িয়ে দিতে হবে উৎসবের রং। তবে তৈরি হবে আবহ, আনন্দে ভরে উঠবে মন। বড়দিনে কেমন করে সাজাবেন বাড়ি?
মোমবাতি
বড়দিনে ঘরের সাজে মোমবাতি ছাড়া হবে না। রঙিন মোমের আলোর মোড়কে মুড়ে ফেলুন গোটা বাড়িঘর। বাড়িতে অনেক সময় পুরনো দিনের ঝাড়বাতির আকারের মোমবাতির স্ট্যান্ডও থাকে। সেটা থাকলে তো দারুণ হবে! বাড়ি সাজাতে কাজে লাগাতে পারেন সেগুলি।
টুনি বাল্ব
টুনি বাল্বের মিষ্টি আলোয় বড়দিনের উৎসব আরও খানিকটা জমকালো হয়ে উঠবে। ঘরের জানলা, বারান্দায় সুন্দর করে সাজিয়ে দিতে পারেন টুনি বাল্ব। এ ছা়ড়া উল, বেলুন, আঠা এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন ল্যানটার্ন। তাতে আলো জড়িয়েও বারান্দায়, ছাদে রাখতে পারেন।
বড়দিনে ক্রিসমাস ট্রি অপরিহার্য। ছবি: সংগৃহীত।
ক্রিসমাস ট্রি
বড়দিনে ক্রিসমাস ট্রি অপরিহার্য। তাই বাড়ি সাজাতে ক্রিসমাস ট্রি অবশ্যই প্রয়োজন। আপনার পছন্দমতো ক্রিসমাস ট্রি বাড়িতে আনুন। বেশি বড় গাছের দরকার নেই। বসার ঘরের ফাঁকা জায়গা থাকলে দেওয়াল ঘেঁষে রাখুন গাছটি। তার পর টুনি বাল্ব বা ফেয়ারি আলো গাছে জড়িয়ে দিতে পারেন।