Orchid Plantation Tips

অর্কিডের রূপেই বদলে যাবে ঘরের শোভা, বাড়িতেই বড় করে তুলুন, কী ভাবে যত্ন নেবেন?

ফ্যালেনপসিস, সিমবিডিয়াম, লেডি’স স্লিপার, ডেনড্রোবিয়াম ইত্যাদি বিভিন্ন রকম অর্কিড পাবেন নার্সারিতে। পছন্দমতো কিনে এনে বাড়িতেই বড় করে তুলুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৪ ১৯:৩৭
Share:

বাড়িতে অর্কিড গাছ লাগালে কী ভাবে যত্ন নেবেন, জেনে নিন। ছবি: ফ্রিপিক।

অর্কিডের বিভিন্ন প্রজাতি আছে। প্রতিটির আকার, সৌন্দর্য আলাদা। প্রায় ২৫ হাজার প্রজাতির এবং দু’লক্ষের উপরে হাইব্রিড অর্কিডও পাওয়া যায়। ফ্যালেনপসিস, সিমবিডিয়াম, লেডি’স স্লিপার, ডেনড্রোবিয়াম ইত্যাদি বিভিন্ন রকম অর্কিড পাবেন নার্সারিতে। পছন্দমতো কিনে এনে বাড়িতেই বড় করে তুলুন। অর্কিড গাছ লাগিয়ে তার যত্ন নেওয়া খুব একটা কঠিন নয়। পদ্ধতি শিখে নিলেই হল।

Advertisement

অর্কিড লাগাতে হলে প্রথমেই যা মনে রাখা দরকার, তা হল আলো। ভালরকম সূর্যালোক লাগবে অর্কিডের বৃদ্ধির জন্য। বাড়িতে এনে প্রথমেই এমন জায়গায় রাখুন, যেখানে ভাল আলো আসে। তবে কয়েক প্রজাতির অর্কিড কৃত্রিম আলোতেও ভাল থাকে। কোন অর্কিডে কেমন আলো প্রয়োজন তা গাছ কেনার সময়েই জেনে নেবেন।

অর্কিডের শিকড়ের দিকে খেয়াল রাখতে হবে। শিকড় যত ক্ষণ সবুজ থাকবে বুঝবেন আলো, হাওয়া, জল ঠিকমতোই পাচ্ছে। কিন্তু জল কম দিলে শিকড় সাদাটে হতে শুরু করবে। যদি শিকড়ে বাদামি ছোপ ধরে যায়, তা হলে বুঝতে হবে বেশি জল দিচ্ছেন। গাছের গোড়া পচে যাচ্ছে।

Advertisement

অর্কিড কিন্তু বেশি ঠান্ডা পছন্দ করে না। উষ্ণ আবহাওয়াতেই বাড়ে। তাই ঘরে রাখলে জানলার পাশে যেখানে রোদ আসে তেমন জায়গায় রাখুন। ঘরে সারা ক্ষণ বাতানুকূল যন্ত্র চললে, সেই ঘরে অর্কিড রাখবেন না।

অর্কিডের মাটিতে সপ্তাহে একদিন বরফ দিতে হবে। কী ধরনের সার দরকার তা জেনে নেবেন গাছ বিক্রেতার কাছ থেকে। প্রজাতি ভেদে তা আলাদা হবে।

অর্কিডের পাতা যদি কালো হয়ে যেতে শুরু করে তা হলে বুঝতে হবে গাছে পোকা বা ছত্রাকের সংক্রমণ হয়েছে। পাতা সাদাটে হয়ে গেলে বুঝবেন বেশি চড়া রোদে রাখছেন। অর্কিড সুস্থ ও তাজা থাকলে তাতে রঙের খেলা চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement