Wifi Password

ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? চটজলদি খুঁজে পাবেন কী ভাবে? কয়েকটি পদ্ধতি জেনে রাখুন

পাসওয়ার্ড ভুলে যাওয়ার সমস্যা কমবেশি সকলেরই হয়। কিন্তু মুশকিল হয়, যখন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড মনেই পড়ে না। তেমন ক্ষেত্রে কী করবেন, কী ভাবে পাসওয়ার্ড খুঁজে পাবেন, তা জেনে নিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৫:১৫
Share:

ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুঁজে পাওয়ার সহজ পদ্ধতি জেনে নিন। ছবি: ফ্রিপিক।

নিজের একগুচ্ছ অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রায়ই ভুলে যান? তার জন্য অবশ্য পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে। কিন্তু সমস্যা হয়, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেলে। ধরুন কেউ আপনার বাড়িতে এসে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইল। এ দিকে আপনি নিজেই ভুলে বসে রয়েছেন। আবার ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেট চালু করার সময়ে যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড মনেই না পড়ে, তখন মুশকিল। তা হলে উপায় কী?

Advertisement

কয়েকটি পদ্ধতি জানা থাকলে পাসওয়ার্ড খুঁজে পেতে কোনও সমস্যাই হবে না।

অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে

Advertisement

অ্যান্ড্রয়েড ১০ বা তার পরের ফোনগুলির ক্ষেত্রে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুঁজে পাওয়া খুব সহজ। তার জন্য প্রথমে সেটিংসে যেতে হবে।

তার পর ‘ওয়াইফাই অ্যান্ড নেটওয়ার্ক’ অপশনে ক্লিক করুন।

যে ওয়াইফাইটি আপনি ব্যবহার করেন সেটির উপর যে ‘লক’ বা ‘আই’ চিহ্ন থাকে সেখানে ক্লিক করুন।

এ বার ‘শেয়ার পাসওয়ার্ড’ অপশনে যান।

ফোনের লক স্ক্রিন দেখাবে। আপনি যে পাসওয়ার্ড, পিন, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক-স্ক্রিন খোলেন, সেটি দিলেই স্ক্রিনে কিউআর কোড ভেসে উঠবে। তার উপরে বা নীচে লেখা থাকবে পাসওয়ার্ড।

ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে

প্রথমে স্টার্টে গিয়ে সেটিংস অপশনে যান। সেখান থেকে ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট’ অপশনে গিয়ে ক্লিক করুন।

এ বার স্টেটাস বলে একটি পাতা খুলবে। সেখানে ‘নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার’-এ যেতেহবে।

সেখানে গিয়ে কানেকশন ট্যাবে ক্লিক করে ওয়াইফাই নেটওয়ার্কের নাম দিন। তার পর ‘ওয়্যারলেস প্রপার্টিজ়’ নামে যে অপশনটি দেখাবে, সেখানে গিয়ে ক্লিক করুন।

এর পর যেতে হবে সিকিউরিটি ট্যাবে। সেখানে দেখবেন একটি চেক বক্স রয়েছে। সেখানে গিয়ে ক্লিক করলেই আপনার ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement