চায়ে পে চর্চা করতে কোন বাঙালি ভালবাসেন না বলুন তো? হলফ করে বলা যায়, এমন বাঙালি সন্তান খুঁজে পেতে বেগ পেতে হবে, যিনি সান্ধ্য মজলিসে চায়ের কাপে ঝড় তুলে রাজনীতি বা ক্রিকেট নিয়ে সোরগোল করেন না। কিন্তু চা যতই বাঙালির কাছে জাতীয় পানীয়ের জায়গা নিক না কেন, তাঁর গুণাগুণ সম্পর্কে তেমন ওয়াকিবহাল নন ভেতো বাঙালি। আজকাল স্লিম অ্যাণ্ড ট্রিমের যুগে ‘সবুজ চা’-এর প্রচলন বাড়লেও কড়া করে দুধ চা-র বাইরে গিয়ে বেশি এক্সপেরিমেন্ট করতে নারাজ চা প্রেমীরা। কিন্তু নানান চায়ের নানান গুণগুলো ভুললে চলবে না। এই গ্যালারিতে চোখ বোলালেই পেয়ে যাবেন চায়ের এমনই নানান গুণের হদিস।
আরও পড়ুন...
জানেন কি বিজ্ঞাপনের আইসক্রিম বা দুধ এত আকর্ষক হয় কেন?