হাতের লেখা থেকেই বোঝা যাবে স্বাস্থ্যের হাল? ছবি: সংগৃহীত
আপনি কি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন? কিংবা শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছে? এ সব প্রশ্নের উত্তর দিতে পারে আপনার হাতের লেখা। সম্প্রতি ‘মেডিক্যাল ডেইলি’ নামের জার্নালে প্রকাশিত হওয়া এক প্রবন্ধে এমনই দাবি করেছেন চিকিৎসকেরা।
হাতের লেখা দেখে কী কী বোঝা যেতে পারে, সে বিষয়ে কয়েকটি উদাহরণ দিয়েছেন তাঁরা।
• লেখার এক এক জায়গায় এক এক রকমের চাপ পড়েছে। লেখা কোথাও হালকা হয়ে গিয়েছে, কোথাও বা মোটা। এর মানে লেখক উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে পারেন।
• এক একটি অক্ষর বা শব্দ আলাদা আলাদা দিকে কাত হয়ে রয়েছে। লেখক মানসিক চাপে রয়েছেন।
• লেখা আটকে আটকে যাচ্ছে? দু’টি শব্দের মাঝে জায়গাও খুব কম? হাতের লেখার ধরন এমন হলে তা ‘পারকিনসন্স ডিজিজ’-এর পূর্ব লক্ষণ হতে পারে।
• বয়সের সঙ্গে সঙ্গে হাতের লেখা ক্রমশ খারাপ হয়ে গেলে সেটি অ্যালঝাইমারের লক্ষণ হতে পারে।
• লেখা শুরু থেকে যত শেষের দিকে যাচ্ছে, ততই হালকা হয়ে আসছে। তার মানে, লেখক খুব ক্লান্ত এবং দুর্বল।
বর্তমানে ফোনে বা কম্পিউটারে লিখে লিখে অনেকেরই কলমে বা পেন্সিলে লেখার অভ্যাস চলে গিয়েছে। ফলে নতুন করে কলমে বা পেন্সিলে লিখতে গেলে অনেকেরই সমস্যা হতে পারে। হাতের লেখা দেখে তাই সব সময় স্বাস্থ্য কেমন আছে, সেই সিদ্ধান্তে পৌঁছনো যায় না। এমনও বলছেন চিকিৎসকেরা। কিন্তু সমস্যাগুলি প্রাথমিক স্তরেই চিহ্নিত করা যেতে পারে এটি থেকে।