Location Tracking

গোপনে আপনার উপর নজরদারি চালাচ্ছে আপনারই মুঠোফোন, কেমন ভাবে? আটকানোর উপায় কী?

জিপিএস বন্ধ করে দিলেও নজরদারি আটকানো যাবে না। কারণ ফোনের এমন কিছু অ্যাপ বা ফিচার রয়েছে, যার মাধ্যমে গুগ্‌ল নিজেই এই নজরদারি চালায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৪
Share:
Google can track your locations even without GPS, how to stop it

আপনার উপর নজরদারি চলছে কী ভাবে? ছবি: ফ্রিপিক।

আপনার প্রতিটি গতিবিধি খেয়াল করছে আপনারই মুঠোফোন। আপনি কোথায় যাচ্ছেন, কী করছেন, কোন জায়গায় রয়েছেন, তার সবটাই কিন্তু নজরে রয়েছে। অবাক হচ্ছেন তো? আপনি হয়তো ভাবছেন, ফোনের জিপিএস চালু থাকলে এমন হতে পারে। তা কিন্তু নয়। জিপিএস বন্ধ করে দিলেও নজরদারি আটকানো যাবে না। কারণ ফোনের এমন কিছু অ্যাপ বা ফিচার রয়েছে, যার মাধ্যমে গুগ্‌ল নিজেই এই নজরদারি চালায়। ফোন থেকে পাওয়া সমস্ত ডেটা তার নিজের জিম্মায় রাখে।

Advertisement

কী ভাবে হয় এমন?

ফোনে রোজ যে ফিচারগুলি ব্যবহার করেন, তার থেকেই কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু জেনে যায় গুগ্‌ল। কী কী সেই ফিচার?

Advertisement

১) ফোনের ওয়াইফাই থেকে সমস্ত ডেটা নিজের সংগ্রহে রাখে গুগ্‌ল। আপনি কোথায় বসে ওয়াইফাই ব্যবহার করছেন, আপনার নেটওয়ার্ক লোকেশন, সবটাই জেনে যায় গুগ্‌ল।

২) ফোনের নেটওয়ার্ক, কল টাওয়ার এই সব থেকেও আপনার অবস্থান জানা সম্ভব।

৩) ব্লু-টুথ সিগন্যাল থেকেও আপনার অবস্থান জানা সম্ভব। আপনার ফোনে যত ক্ষণ ব্লু-টুথ চালু থাকছে, তত ক্ষণই আপনার উপর নজরদারি চলতে পারে।

৪) ফোন বা ডিভাইসের আইপি অ্যাড্রেস থেকেও আপনার ভৌগোলিক অবস্থান জানা সম্ভব। আপনি যখন ফোনে ইন্টারনেট সংযুক্ত করছেন, তখন আইপি অ্যাড্রেস থেকে আপনার অবস্থান জানা সম্ভব।

নজরদারি থামাতে কী করবেন?

অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস-এ 'অ্যাক্টিভিটি কন্ট্রোল’-এ গিয়ে ক্লিক করুন।

আপনার যদি একাধিক গুগ্‌ল অ্যাকাউন্ট থাকে, তা হলে প্রতিটিতে গিয়ে ‘অটো-ডিলিট’ অপশন চালু রাখুন। এতে আপনার সমস্ত ডেটা মুছে যাবে, জমা থাকবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement