Babar Azam and Virat Kohli

বিরাটকে ছাপিয়ে যাবেন বাবর, মত করাচি কর্ণধারের

ইকবালের এই মন্তব্য শুনে পাকিস্তানের অনেক ক্রিকেট ভক্ত প্রশ্ন তুলেছেন, তিনি কি আদৌ সুস্থ অবস্থায় সাক্ষাৎকার দিয়েছেন?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ০৬:০৫
Share:
চর্চা: বাবর-বিরাট তুলনা ফিরল পাক ক্রিকেটে।

চর্চা: বাবর-বিরাট তুলনা ফিরল পাক ক্রিকেটে। ফাইল চিত্র।

পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের কর্ণধার সলমন ইকবাল মনে করেন, বিরাট কোহলিকে অনায়াসে ছাপিয়ে যাবেন বাবর আজ়ম।

পিএসএলে এ বার পেশোয়ার জ়ালমির হয়ে খেলছেন বাবর। দু’ম্যাচে করেছেন এক রান। কিন্তু ইকবাল একটি ইউটিউব চ্যানেলে গিয়ে বলেছেন, ‘‘ছন্দে নেই বাবর আজ়ম। কিন্তু ও যে দিন রানে ফিরবে, সকলকে পেছনে ফেলে দেবে।’’ যোগ করেন, ‘‘বিরাট কোহলিকে সহজে পেছনে ফেলে দেবে ও। বাবরের তুলনা হবে ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্সের সঙ্গে।’’

ইকবালের এই মন্তব্য শুনে পাকিস্তানের অনেক ক্রিকেট ভক্ত প্রশ্ন তুলেছেন, তিনি কি আদৌ সুস্থ অবস্থায় সাক্ষাৎকার দিয়েছেন?

বাবরের বর্তমান ছন্দ নিয়ে প্রশ্ন তুলেছেন জ়াহির আব্বাসও। তিনি বলেছেন, ‘‘বাবরকে এই অবস্থায় দেখে আমারও খারাপ লাগছে। ও সিনিয়রদের থেকে কেন পরামর্শ নিচ্ছে না?’’ জ়াহিরের আরও প্রশ্ন, ‘‘দু’টি কারণ হতে পারে ওর পরামর্শ না নেওয়ার। হয় ও খুব অহঙ্কারী। নয়তো সিনিয়রদের সঙ্গে কথা বলতে লজ্জা পায়। এই দু’টো কারণ ছাড়া ওর পরামর্শ না নেওয়ার কারণ দেখছি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন