গণপতি বাপ্পা মরিয়া... মঙ্গলমূর্তি মরিয়া...
বছর ঘুরে আবার সেই জয়ধ্বনি দেওয়ার সময় হয়ে এল। আর শুধু ২৪ ঘণ্টার অপেক্ষা। রাত পেরোলেই সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হবে গণেশ চতুর্থীর পুজো। মা দুর্গা আর মহাদেবের সর্বকনিষ্ঠ সন্তান গণেশের জন্মদিন কালই। তা সেই ‘কোলের ছেলে’ গণেশের বার্থডে সেলিব্রেশনে জমাটি খাওয়া-দাওয়া হবে না তা-ও কী হয়? গণেশ চতুর্থী মানেই পেটুক ছেলে গণেশকে হরেক রকম মিষ্টি আর সুস্বাদু খাবার দিয়ে তুষ্ট করা। গণেশের প্রসাদ তো রয়েইছে, সঙ্গে নিজের পেটপুজোটি না হলে কি জমে? যদিও মহারাষ্ট্রেই এই পুজোর রমরমা বেশি। তবুও এই খাবারগুলো ট্রাই করতে তো দোষ নেই। ইচ্ছে হলে চেখে দেখতেই পারেন গণেশ চতুর্থী স্পেশ্যাল এই মিষ্টিগুলো।
আরও পড়ুন: খুূব বেশি লেমন জুস খান? এই সাইড এফেক্টগুলো হতে পারে