ইনস্টাগ্রাম স্টোরি গোপন রাখবেন কী উপায়ে? ছবি: ফ্রিপিক।
আপনার ইনস্টাগ্রামের স্টোরি যে কেউ এসে দেখে যাচ্ছে? ব্যাপারটা হয়তো পছন্দই হচ্ছে না আপনার। আপনি হয়তো চান, প্রোফাইলে থাকা নির্দিষ্ট কয়েক জনই আপনার স্টোরি দেখুন, সকলে নয়। তার উপায় আছে। কিছু কৌশল জানা থাকলে, নিশ্চিন্তে আপনার স্টোরি কেবলমাত্র পছন্দের মানুষজনের সঙ্গেই শেয়ার করতে পারবেন।
ইনস্টাগ্রামে স্টোরি গোপন রাখার কৌশল কী?
দু’টি উপায় আছে। ধাপে ধাপে শিখে নিন।
অনেকের থেকে স্টোরি গোপন করতে হলে
প্রথমত, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে উপরে ডান দিকে তিনটি লাইনে গিয়ে ক্লিক করুন।
এ বার সেটিংস খুলে তাতে ‘প্রাইভেসি’ অপশনে যান।
সেখানে গিয়ে ‘স্টোরি’-তে ক্লিক করুন। মেনু বার খুলে যাবে। সেখানে ‘হাইড স্টোরি ফ্রম’ অপশনে গেলে দেখতে পাবেন কত জন আপনার স্টোরি দেখতে পাবে, তার অপশন দেখাচ্ছে। সেটি খুললে পর পর প্রোফাইল দেখাবে। এ বার সেখান থেকে বেছে নিতে পারেন কাদের রাখবেন আর কাদের বাদ দেবেন।
বেছে নেওয়ার পরে ‘ডান’ বোতামে ক্লিক করলেই আপনার স্টোরি বাকিদের থেকে আড়াল হয়ে যাবে।
নির্দিষ্ট কারও থেকে স্টোরি আড়াল করতে চাইলে
আরও একটি উপায় আছে স্টোরি গোপন রাখার। যদি আপনি কোনও নির্দিষ্ট এক জন বা দু’জনের থেকে স্টোরি গোপন করতে চান, তা হলে ইনস্টাগ্রাম খুলে তাদের প্রোফাইল বার করুন।
সেই প্রোফাইলটিতে গিয়ে ডান দিকের তিনটি ডটে ক্লিক করুন। এ বার সেখানে গিয়ে ‘হাইড ইয়োর স্টোরি’ অপশনে ক্লিক করুন। একটি পপআপ মেসেজ স্ক্রিনে ফুটে উঠবে। সেখানে ‘হাইড’ বোতামে ক্লিক করলেই আপনার স্টোরি আর তিনি দেখতে পাবেন না।