অনলাইন প্রোফাইলে নিজের সম্পর্কে ভুল তথ্য দেবেন না। প্রোফাইল তৈরির সময় খেয়াল রাখুন<br> তা যেন সোজাসাপ্টা হয়। তাতে নিজের সম্পর্কে মজাদার তথ্য দিতে পারেন। তবে কখনই যেন তা বোরিং না হয়।
অনলাইন ডেটিংয়ে প্রোফাইল পিকচার খুবই গুরুত্বপূর্ণ। ফলে তা ভেবেচিন্তে বাছুন। নিজের ছোটবেলার ছবি<br> আপলোড না করে বরং বেছে নিন সাম্প্রতিক কোনও ছবি। এতে যাঁর সঙ্গে ডেটিং করছেন তিনি আপনার<br> সম্পর্কে একটি স্পষ্ট ধারণা করতে পারবেন। গ্রুপ ফোটোর বদলে সেলফি আপলোড করতে পারেন।
অনলাইনে ডেটিংয়ের পর অনেকেই জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন ঠিকই। তবে ডেটিং সাইটে<br> গিয়ে প্রথমেই অচেনা মানুষজনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ কথাবার্তা না বলাই ভাল।<br> যাঁর সঙ্গে চ্যাট করছেন তাঁর সম্পর্কে আগে যথাসম্ভব জেনে নিন।
অনলাইন চ্যাটে যতই বিশ্বাসযোগ্য মনে হোক না কেন, ডেটিং পার্টনারকে প্রথমেই<br> নিজের বাড়িতে ডেকে আনবেন না। বরং বেছে নিন কফি শপের মতো কোন পাবলিক প্লেস।<br> একসঙ্গে ডিনারে গেলে অ্যালকোহল জাতীয় পানীয় এড়িয়ে চলুন।
ডেটিং-এ গিয়ে নিজের সম্পর্কে সমস্ত কিছু জানাতে শুরু করবেন না। প্রথমেই নিজের এক্স-দের নিয়ে আলোচনা এড়িয়ে চলুন।<br> বেশ কিছু দিন মেলামেশার পর তবেই আপনার ডেট-এর সঙ্গে খোলামেলা কথাবার্তা শুরু করুন।
ডেটিং-এ গিয়ে আড়ষ্ট হয়ে বসে থাকবেন না। অথবা অতিরিক্ত প্রশ্ন করে আপনার ডেটকে জর্জরিত করবেন না।<br> মনে রাখবেন, আপনি চাকরির ইন্টারভিউ নিতে যাননি। সহজ ভাবে কথাবার্তা চালিয়ে যান।