snake

Snakes in a plane: খাবারের পাতে সাপের মাথা! তুমুল আতঙ্ক বিমানে

তুরস্কের একটি বিমানসংস্থার কর্মীরা খাবার খাওয়ার সময় তরকারির মধ্যে খুঁজে পান একটি সাপের কাটা মাথা!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১৪:১৯
Share:

তরকারির মধ্যে সাপের মাথা! ছবি: সংগৃহীত

তুরস্কের একটি বিমানসংস্থার খাবারে মিলল সাপের মাথা! খাবার পরিবেশন করতে গিয়ে আতঙ্কে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রম বিমানসেবিকার। নিজেই সেই সাপের মাথার ছবি নেটমাধ্যমে প্রকাশ করেছেন ওই বিমানসেবিকা।

Advertisement

সংবাদমাধ্যমে ওই বিমানসেবিকা জানিয়েছেন, সানএক্সপ্রেস নামক ওই বিমানসংস্থার বিমানটি তুরস্কের আঙ্কারা থেকে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল। বিমানের কর্মচারীদের জন্য বরাদ্দ খাবার খাচ্ছিলেন ওই বিমানসেবিকা-সহ অন্যান্য কর্মী। সেখানই হঠাৎ করে তরকারির মধ্যে একটি সাপের কাটা মাথা দেখতে পান কর্মীরা।

নেটমাধ্যমে গোটা বিষয়টির ভিডিয়ো প্রকাশ পেতেই শোরগোল পরে যায়। নড়েচড়ে বসে বিমানসংস্থাটিও। সরকারি বিবৃতি দিয়ে বিমানসংস্থাটি জানায়, ৩০ বছর ধরে তারা বিমান পরিষেবা দিচ্ছে, তাঁদের কর্মী ও যাত্রীদের সর্বোচ্চ মানের পরিষেবা দিতেও তারা বদ্ধপরিকর। যে সংস্থা তাদের বিমানে খাদ্য সরবরাহ করে তাদের সঙ্গে সব চুক্তি তারা রদ করছে বলেই দাবি সংস্থার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement