Camphor

কর্পূরের গন্ধ তো পছন্দ অনেকেরই, কিন্তু শরীরের উপর প্রভাব কেমন পড়ে, তা জানেন তো?

শরীরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তুলতে কর্পূরের আদৌ কোনও ভূমিকা আছে কি না, তার বৈজ্ঞানিক কোনও প্রমাণ মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ১৪:০৬
Share:

কর্পূরের গন্ধ ভাল লাগে? ছবি: সংগৃহীত।

পাহাড়ে ওঠার সময়ে অক্সিজেনের অভাব বোধ করলে অনেকেই কর্পূরের গন্ধ শোঁকেন। পুজোর সময়ে কর্পূর দিয়ে আরতি করতেও দেখা যায়। ঘরের মধ্যে দূষিত বায়ু পরিশোধন করতে ইদানীং বৈদ্যুতিন ডিফিউজ়ারে কর্পূর ব্যবহার করার চল হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তুলতে কর্পূরের আদৌ কোনও ভূমিকা আছে কি না, তার বৈজ্ঞানিক কোনও প্রমাণ মেলেনি। তবে মাত্রাতিরিক্ত কর্পূর ব্যবহারের ফলে শরীরের বিভিন্ন রকম ক্ষতি হয় বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা।

Advertisement

অতিরিক্ত কর্পূর ব্যবহারে শরীরে কেমন প্রভাব পড়ে?

১) কর্পূরের গন্ধ ভাল লাগে বলে সারা ক্ষণ নাকের কাছে রাখলে মাথা যন্ত্রণার সমস্যা ভুগতে হতে পারে। বেশি পরিশ্রম না করলেও অতিরিক্ত ক্লান্তি ঘিরে ধরতে পারে।

Advertisement

২) ব্যথা কমাতে বয়স্করা তেলের মধ্যে কর্পূরের গুঁড়ো দিয়ে মালিশ করেন। চিকিৎসকেরা বলছেন, অতিরিক্ত কর্পূর ব্যবহার করলে ত্বকে নানা ধরনের অস্বস্তি, জ্বালার মতো অনুভূতি হতে পারে। কারও ত্বকে র‌্যাশ বেরোতে দেখা যায়।

মাত্রাতিরিক্ত কর্পূর ব্যবহারের ফলে শরীরের বিভিন্ন রকম ক্ষতি হয়। ছবি: সংগৃহীত।

৩) অন্তঃসত্ত্বা অবস্থায় কর্পূর দেওয়া কোনও খাবার খেলে গর্ভপাত হওয়ার আশঙ্কা বেড়ে যেতে পারে। শারীরিক কোনও জটিলতা থাকলে চিকিৎসকের পরামর্শ মেনে খাওয়াদাওয়া করতে হবে।

৪) দীর্ঘ সময় ধরে কর্পূর খাওয়ার অভ্যাস লিভারের ক্ষতি করে। রক্তে বিষক্রিয়া হওয়াও অস্বাভাবিক নয়।

৫) শরীরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তুলতে কর্পূরের গন্ধ শোঁকেন। এই টোটকাই আবার কারও কারও ক্ষেত্রে উল্টো বিপত্তি ডেকে আনে। চিকিৎসকেরা বলছেন, শ্বাসকষ্ট কমানোর বদলে বাড়িয়ে দিতে পারে কর্পূর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement