Bizarre

রেস্তরাঁয় খেতে গিয়ে ঘটল বিপত্তি, ভূরিভোজের পর ৫ জনের ঠাঁই হল হাসপাতালের বিছানায়

রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন। কিন্তু মাউথ ফ্রেশনার দিয়ে কুলকুচি করার পরেই অসুস্থ হয়ে পড়লেন পাঁচ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৪ ১৯:৫১
Share:

রেস্তরাঁয় ভূরিভোজের পর মুখ ধুতে গিয়েই ঘটল বিপত্তি। ছবি: সংগৃহীত।

রেস্তরাঁয় ভূরিভোজের পর মুখ ধুতে গিয়েই ঘটল বিপত্তি। রক্তবমি করে হাসপাতালে ভর্তি পাঁচজন। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের এক রেস্তরাঁয়। ওই রেস্তরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

সূত্রের খবর, গুরুগ্রামের এক বাসিন্দা অঙ্কিত কুমার তাঁর স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে নিয়ে রেস্তরাঁয় গিয়েছিলেন রাতের খাওয়া সারতে। খাওয়াদাওয়ার শেষে মাউথফ্রেশনার দেওয়া হয়েছিল কুলকুচি করে নেওয়ার জন্য। সেই মতো সকলেই মাউথফ্রেশনার নিয়ে কুলকুচি করেন। তার পরেই অসুস্থ হয়ে পড়েন পাঁচ জন। শারীরিক অস্বস্তি হতে শুরু করে। শুরু হয় বমি। আর বমির সঙ্গে বেরোতে থাকে রক্ত। তার পরেই তড়িঘড়ি সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনেরই শারীরিক অবস্থা তুলনায় আশঙ্কাজনক।

প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, মাউথ ফ্রেশনারে আসলে ‘ড্রাই আইস’ (কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড) ছিল। তা পেটে যাওয়ার পরেই রক্তবমি শুরু হয়েছে তাঁদের। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন রেস্তরাঁ মালিক এবং কর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement