৬৫ শতাংশ মানুষ ভুল পদ্ধতিতে মাস্ক পরছেন, জানাচ্ছে সমীক্ষা। ফাইল চিত্র
দেশে এখনও ৫০ শতাংশ মানুষ ঘুরছেন বিনা মাস্কেই। করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট সামলাতে নাজেহাল যখন গোটা দেশ, তখনই সামনে এল এমন তথ্য। তা ধরা পড়েছে সরকারি এক সমীক্ষায়। প্রতিষেধক দেওয়ার গতি, হাসপাতালের শয্যা, অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি— সে সব নিয়ে সমালোচনায় প্রশাসন। কিন্তু সাধারণের কি কোনও দায়িত্ব নেই নিজেদের সুরক্ষিত রাখার ক্ষেত্রে? সে প্রশ্ন আবার তুলে দিল এই সমীক্ষার রিপোর্ট।
মাস্ক পরলেও, সকলে তা নিয়ম মেনে করছেন না। এমনও জানা গিয়েছে সেই রিপোর্টে। দেশের ৬৫ শতাংশ মানুষ ভুল পদ্ধতিতে মাস্ক পরছেন। তাঁদের মুখ ঢাকা থাকলেও, মাস্কের বাইরেই থেকে যাচ্ছে নাক। ফলে মাস্ক পরে লাভ হচ্ছে না।
দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ছড়ানোর গতি আরও দ্রুত হয়েছে। নতুন রূপ করোনাভাইরাস এখনও আগের চেয়ে অনেক ছোঁয়াচে। এর মধ্যে অবশ্যই সাবধানে থাকা দরকার। চিকিৎসকেরা দু’টি করে মাস্ক একসঙ্গে পরার পরামর্শ দিচ্ছেন। দেখা গিয়েছে, ঠিক ভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরা গেলে অনেকটাই আটকাচ্ছে সংক্রমণ। অতিমারি বিশারদেরা বলছেন, এখনও সময় লাগবে করোনা ছড়ানোর গতি নিয়ন্ত্রিত হতে। পর্যাপ্ত প্রতিষেধক এখনও আসেনি। ফলে করোনা-বিধি মেনে চলাই এ সময়ে নিজেকে সুরক্ষিত রাখার উপায়।