করোনা ভয়ে সিঁটিয়ে না থেকে উপায় জেনে আটকে দিন অসুখ। ছবি: পিটিআই।
কোভিড-১৯। করোনা গ্রুপের এই ভাইরাস ত্রাসের আকার নিয়েছে গোটা বিশ্বে। কয়েক দশক আগেও এই ভাইরাস এত মারাত্মক ছিল না। কিন্তু ঘন ঘন জিনগত মিউটেশনের সাহায্যে এই ভাইরাস তার স্বভাব, আকার, প্রকৃতি সব সময় বদলে ফেলে। ফলে নতুন প্রকৃতির ভাইরাসের প্রতিষেধক বানানোর আগেই সে ফের ভোলবদল করে ফেলছে।
রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে করোনা নিয়ে সতর্কতার প্রচার এখন তুঙ্গে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত ভয় পাওয়ার মতো কোনও কারণ নেই। ১০০ জনের মধ্যে মাত্র ২ জন এই রোগে মারা যেতে পারেন। শরীরের প্রতিরোধ ক্ষমতা দিয়ে বাকি সবাই এই অসুখ কাটিয়ে উঠতে পারেন। করোনা ঠেকাতে মেনে চলতে হবে কিছু নিয়ম। কেমন সে সব?
সম্পূর্ণ খবরটি পড়তে এখানে ক্লিক করুন: অকারণ আতঙ্ক নয়, করোনা রুখতে এ সব সতর্কতা মেনে চলুন