মৌখিক পরীক্ষা আপনার ব্যক্তিত্ব যাচাইয়ের একটি ধাপ। ছবি: শাটারস্টক।
নতুন চাকরি সকলের কাছেই এক জরুরি বিষয়। বেশির ভাগ ক্ষেত্রেই লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষায় সফল হলে তবেই মেলে চাকরি। তাই মৌখিক পরীক্ষার সময়টা যে কোনও মানুষের কাছেই খুব গুরুত্বপূর্ণ। এই সময় আপনার মনোভাব, আচার-ব্যবহার ও জ্ঞানের একটা পরিচয় পেতে চান পরীক্ষকরা। যে বিষয়ের উপর ভিত্তি করে এই চাকরিটি পাচ্ছেন, সে সম্পর্কে আপনি কতটা ওয়াকিবহাল তা-ও জরিপ করে নেন তাঁরা।
চাকরির মৌখিক পরীক্ষার আগে দিনরাত হয়তো খুব পরিশ্রম করলেন, এ দিকে পড়াশোনার মাঝে রেখে গেলেন বেশ কিছু ছোটখাটো ভুল। যার জেরে পরীক্ষকদের সামনে আপনার ইম্প্রেশন নষ্ট হতে পারে।
পরীক্ষার জন্য প্রয়োজনীয় নথিপত্র ছাড়াও এমন কিছু জরুরি জিনিস আছে, যা সঙ্গে না থাকলে অনেক রকম সমস্যায় পড়তে হয়। দেখে নিন সে সব কী কী।
আরও পড়ুন: প্রতি দিন একটু করে জোয়ান, আর তাতেই মিলবে এ সব উপকার!
এ ভাবেও রোগা হওয়া যায়! এঁদের না দেখলে বিশ্বাস হবে না
মোবাইল ফোন: মৌখিক পরীক্ষার সময় অনেক সংস্থা মোবাইল নিয়ে ঢুকতে দেয় না। সে ক্ষেত্রে ফোন জমা রাখার ব্যবস্থা থাকে। তাই নিজের মোবাইল ফোনটি সঙ্গে রাখুন। কারণ ওই দিন যে কোনও দরকারে আপনাকে সংস্থার সঙ্গে বা অন্য কোনও প্রয়োজনে কারও সঙ্গে যোগাযোগ করতে হতেই পারে।
সংস্থার ফোন নম্বর: সঙ্গে রাখুন সংস্থার ফোন নম্বর। কোনও কারণে আপনার দেরি হতে পারে। সাক্ষাৎকারে দেরিতে পৌঁছনো কাজের কথা নয়, তবু কখনও সখনও পরিস্থিতির চাপে আমাদের দেরি হয়। এমন হলে সংস্থার এইচআর-কে আগেই জানিয়ে রাখুন তা।
নোটবই: সাক্ষাৎকারের সময় আবার নোটবুক কেন লাগে এমনই ভাবছেন তো? আদতে এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে প্রশ্ন করার পর সংস্থার তরফে আপনার কোনও প্রশ্ন আছে কি না এমন কথাও জানতে চাওয়া হয়। নোটবই বা ডায়েরি সঙ্গে থাকলে তাতে আগে থেকেই আপনার ভাবনা, প্রশ্ন ও যাবতীয় জিজ্ঞাস্য তুলে রাখতে পারবেন। ফলে পরীক্ষকদের সামনে সে সব গুছিয়ে উপস্থাপন করা যায়।
পেন: যতই মৌখিক পরীক্ষা হোক, পকেটে রাখুন পেন। নথিতে সই করা থেকে পরীক্ষকদের নির্দেশে কিছু লিখে দেখানো— অনেক সময়ই পেন প্রয়োজন হতে পারে। পেন না থাকলে অপ্রস্তুত হয়ে অন্যের কাছ থেকে পেন চেয়ে কাজ সারলে পরীক্ষকদের মনে আপনার সম্পর্কে একটি নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে। তাই এই জিনিসটি সর্বদা রাখুন সঙ্গে।