না, আমরা কেউই একটুও অবাক নই! আরও একবার প্রত্যাশামতোই বিশ্বের শ্রেষ্ঠ অ্যাপ নির্বাচিত হল সেই ফেসবুক। দ্য নিয়েলসন-এর রিপোর্ট বলছে অন্য সমস্ত অ্যাপকে অনেকটা পিছনে ফেলে এক নম্বরে অটল ফেসবুকই।
মাসে সারা পৃথিবীতে ১২ কোটি ৬০ লক্ষ মানুষ অ্যাকটিভলি ফেসবুক ব্যবহার করেন। জনপ্রিয়তম সেরা ১০টি অ্যাপের তালিকায় গুগলেরই পাঁচটি অ্যাপ। স্মার্টফোনের দৌলতে ইউ টিউব, গুগল ম্যাপ, জি মেল-এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এই তালিকার দু নম্বরে রয়েছে ইউ টিউব। মাসিক অ্যাক্টিভ ইউজার ৯ কোটি ৭০ লক্ষ। আটে ইন্সট্রাগ্রাম। প্রতি মাসে অন্তত ৫ কোটি ৫৫ লক্ষ মানুষ এই ছবি শেয়ারিং অ্যাপ ইউজ করেন।