আরও একবার পারিবারিক রিইউনিয়ন ঘটল ফেসবুকের হাত ধরে। চুরি যাওয়া দুটি ভেড়ার ছানাকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দিল জুকারবার্গের এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।
নিউজিল্যান্ডের অ্যানা স্মিথ ও তাঁর স্বামী একটি বাজারে পুঁচকে দুটো ভেড়ার ছানাকে দেখতে পায়। তাদের গলায় ঝুলছিল ‘ট্রেড মি’ বোর্ড। এই দুটো ছানাকে দেখে মন খারাপ হয়ে যায় তাঁদের। দুজনেই আরও বেশি ভেঙে পড়েন যখন জানতে পারেন এই দুজনকেই চুরি করে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন-কেন পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন অনেকে? জেনে নিন কিছু কারণ
সেই চেষ্টাতেই বড়দিনটা অ্যানা কাটিয়ে দেন ফেসবুকে। দুজনের ছবি দিয়ে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন। ফ্রেন্ডলিস্টের সবাইকে সেই ছবি শেয়ার করতে অনুরোধ করেন। কাতর অনুনয় করেন, কেউ যদি কোনও সন্ধান পায়, তাঁকে যেন খবর দেয়।
ব্যর্থ হয়নি অ্যানার চেষ্টা। এক ভদ্রমহিলা ফোন করেন তাঁকে। জানান আরানুই-এর এক বাড়িতে রয়েছে এই ছানাদুটোর মা।
ঠিকানা পেয়ে কাল বিলম্ব করেননি অ্যানা স্মিথ। পৌঁছে গিয়ে ছিলেন সেই বাসায়। মায়ের কাছে সম্তানদের ফিরিয়ে এখন ভীষণ খুশি তিনি।