ইলন মাস্কের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। ছবি-সংগৃহীত
ইলন মাস্কের টুইটার কেনার পরিকল্পনা এখন বিশ বাঁও জলে। কিন্তু টেসলা কর্তা নিজে, টুইটারে অত্যন্ত সক্রিয়। সব সময় না হলেও, টুইটারে মাঝেমাঝে অনুরাগীদের উত্তর দিয়ে থাকেন। ইলন মাস্কের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। পুণের বাসিন্দা প্রণয় পাথোল তেমনই এক জন। এর আগে টুইটারে ইলন মাস্কের দু’চার বার বার্তালাপ হওয়ার সুযোগ হয়েছিল প্রণয়ের। তবে এ বার টুইটারে নয়, একেবারে মুখোমুখি কথা চালাচালি হল দুই বন্ধুর।
প্রণয় পেশায় তথ্যপ্রযুক্তিকর্মী। সোমবার টেক্সাসের গিগাফ্যাক্টরিতে ইলন মাস্কের সঙ্গে দেখা করেন। ২০১৮ সাল থেকে টুইটারে ইলনকে অনুসরণ করেন প্রণয়। তখন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বার্তা পাঠালেও প্রথম দিকে ইলনের তরফ থেকে প্রত্যুত্তর পাননি। তাই বলে বার্তা পাঠানো বন্ধ করেননি। হঠাৎই এক দিন ইলন উত্তর দেন প্রণয়কে। তার পর থেকেই মাঝেমাঝে পরস্পরের কথা হত টুইটারে। এ ভাবেই আচমকা এক দিন প্রিয় মানুষটির সঙ্গে দেখা করার সুযোগ আসে।
ইলন মাস্কের সঙ্গে নিজের ছবি দিয়ে নেটমাধ্যমে সেই অনুভূতি প্রকাশ করেছেন প্রণয়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিটি। পছন্দ চিহ্নের সংখ্যা কয়েক ঘণ্টায় ৮ লক্ষ ছাড়িয়েছে। ছবির নীচে প্রণয় লিখেছেন, ‘স্বপ্নপূরণ। একেবারে মাটির মানুষ। আমার মতো আরও লক্ষ লক্ষ ছেলেমেয়ের অনুপ্রেরণা ইলন মাস্ক।’ তিনি আরও জানিয়েছেন, জীবনে সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার কিছু মূল্যবান পরামর্শ তিনি পেয়েছেন তাঁর ‘বন্ধু’-র কাছ থেকে।