সকালে উঠে ধোঁয়া ওঠা এক কাপ গরম চা, দুপুরে ডাল-ভাত, বিকেলে জমিয়ে সিঙারা। খাবারগুলো পর পর সাজালে একেবারে আদ্যপান্ত ভারতীয় খাবারের লিস্ট। দেশের প্রায় সব প্রান্তেই এই ভাবেই গোটা দিন খেয়ে থাকেন ভারতীয়রা। তবে জানেন কি যা আমরা রোজ দেশি খাবার বলে যা যা পরম উল্লাসে খেয়ে থাকি তার অনেকেরই জন্ম ভারতে নয়? জেনে নিন এমনই ১০ খাবারের গল্প।
আরও পড়ুন: জানেন কি চিকেন টিক্কা মশালার উৎপত্তি ভারতে নয়!