Face Packs

ত্বকের নানা রকম সমস্যা মেটাতে ভরসা রাখুন মা-ঠাকুরমাদের সেরা ঘরোয়া টোটকায়

যুগ যুগ ধরে তাঁরা ত্বকের যত্ন নিতে এই একটা জিনিসের উপরেই ভরসা রাখতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২১ ১৯:২৮
Share:

মুলতানি মাটি ফাইল চিত্র

আপনার রূপচর্চার বাক্সে এমন যদি কিছু থাকত, যাতে সব ধরনের ত্বকের সমস্যার সমাধান হয়ে যেতে পারে? থাকতেই পারে! হদিস দেবেন আপনার মা-ঠাকুরমারাই। যুগ যুগ ধরে তাঁরা ত্বকের যত্ন নিতে এই একটা জিনিসের উপরেই ভরসা রাখতেন— মুলতানি মাটি।

Advertisement

কী ভাবে ব্যবহার করবেন এই জাদু উপকরণটি? ত্বকের সমস্যা অনুযায়ী বেছে নিন।

উজ্জ্বল ত্বক পেতে: গোলাপ জল, হলুদ, মুলতানি মাটি এবং চন্দনের গুঁড়ো মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিন। এটা মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

Advertisement

শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে: দুই টেবিল চামচ মুলতানি মাটি, ১ টেবিল চামচ মধু এবং এ টেবিল চামচ দুধের সর মিশিয়ে একটা প্যাক তৈরি করুন। ত্বকের আর্দ্রতা ফিরে পেতে এই প্যাক মুখে আধ ঘণ্টা লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলে আপনার ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

অ্যাকনের সমস্যা দূর করতে: ৩ টেবিল চামচ মুলতানি মাটি, ২ টেবিল চামচ টমেটোর রস, ১ টেবিল চামচ লেবুর রস আর কয়েক ফোঁটা গোলাপ জল একসঙ্গে মিশিয়ে একটা প্যাক বানিয়ে ফেলুন। এটা গোটা মুখে লাগাতে পারেন আবার স্পট ট্রিটমেন্টের মতো অ্যাকনের উপরও লাগাতে পারেন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। তারপর ময়েশ্চারাইজার অবশ্যই লাগাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement