দাঁত মাজার সময়ে মাড়ি থেকে রক্ত পড়ছে? শক্ত খাবার খেতে গেলেও দেখা যাচ্ছে রক্ত? কোভিড থেকে সেরে ওঠার পরে অনেকের এমন সমস্যা হচ্ছে। কিন্তু এমন হলে কী ভাবে নিজের যত্ন নিতে হবে? সে উত্তর দিচ্ছেন চিকিৎসক।
লকডাউনের জন্য অনেক দিন ডেন্টিস্টের কাছে যাওয়া হচ্ছে না। এ দিকে, সেই ফাঁকে ছোটখাটো ক্যাভিটির সমস্যাও বড় হয়ে দেখা দিচ্ছে। ঘরবন্দি শিশুদের নিয়ে সমস্যা আরও বেশি। বেড়ে ওঠার সময়ে অন্যান্য ক্ষেত্রে যেমন যত্ন প্রয়োজন, তেমনই খেয়াল রাখতে হয় তাদের দাঁত-মুখের স্বাস্থ্যের। কিন্তু চিকিৎসকের কাছেই যাওয়া হচ্ছে না। ফলে বোঝা যাচ্ছে না যত্নও
ঠিক ভাবে হচ্ছে কি না। তার উপরে ঘরে ঘরে কোভিডের চোখ রাঙানি। নিজেরা শারীরিক দূরত্ব বজায় রাখছেন। কিন্তু সেটুকুই কি যথেষ্ট? টুথব্রাশের যত্নও যে করতে হবে।
এমনই নানা বিষয় নিয়ে আলোচনা করলেন দন্ত চিকিৎসক মোনালি সেনগুপ্ত। দাঁত-মাড়ির যত্ন নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন তিনি।