Covid Infection

Coronavirus: কোন উপসর্গ দেখা দিলে সময় নষ্ট না করে জানাতে হবে চিকিৎসককে

এমন কিছু উপসর্গও দেখা দিচ্ছে, যা নজরে পড়লে এক মুহূর্তও নষ্ট করা ঠিক নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২১ ১৬:১৯
Share:

বুকে ব্যথা হচ্ছে কি? সতর্ক থাকা জরুরি। ফাইল চিত্র

করোনার উপসর্গ নানা রকম রয়েছে। দ্বিতীয় ঢেউয়ে আরও বেশি করে দেখা দিচ্ছে কম চেনা কিছু উপসর্গও। সামান্য জ্বর, কাশি, মাথা ব্যথা হলে ভয়ের কিছু নেই। সাবধানে থাকতে হবে, চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। সেই মতো ওষুধ খেয়ে সেরে উঠবেন রোগী। তবে এমন কিছু উপসর্গও দেখা দিচ্ছে, যা নজরে পড়লে এক মুহূর্তও নষ্ট করা ঠিক নয়। অসাবধান হলে পরিস্থিতি গুরুতর হচ্ছে বহু ক্ষেত্রে। কী সেই উপসর্গ?

Advertisement

বুকে ব্যথা এবং তার থেকে কিছু জটিলতা দেখা গিয়েছিল আগের ঢেউয়েও। তবে এমন ঘটনার সংখ্যা কম থাকায় অনেকেই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেননি। দ্বিতীয় ঢেউয়ে হঠাৎ বুকে ব্যথার ঘটনা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে। এমন কিছু হলে সতর্ক থাকতে হবে। সময় নষ্ট করার সুযোগ নেই।

পেটে সমস্যা হলেও খুব দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে দেখা গিয়েছে। ফলে ডায়েরিয়া এবং বমিভাব হলে সাবধান হতে হবে।

Advertisement

চিকিৎসা চাওয়ার ক্ষেত্রে গাফিলতি করলে চলবে না যদি অতিরিক্ত দুর্বলতা থাকে। বেশ কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেই দুর্বলতা গুরুতর প্রভাব ফেলছে শরীরের উপরে। ফলে শরীর দুর্বল লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement