বদলে যাচ্ছে ইউটিউব। ছবি: সংগৃহীত
জনপ্রিয়তার নিরিখে পৃথিবীর ২ নম্বর ওয়েবসাইট ইউটিউব। গুগলের ঠিক পরেই রয়েছে এই ওয়েবসাইট-টি। ক্রমশ জনপ্রিয়তা আরও বাড়ছে এর। বাড়ছে এখান থেকে রোজগারের রাস্তাও। সব দিক মাথায় রেখে বদলে যাচ্ছে ইউটিউব-ও।
চলতি বছরেই ইউটিউবে ৭টি বদল আসছে। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী।
লুপ: এর আগে একটি ভিডিয়ো টানা চালিয়ে যাওয়া যেত না। শেষ হয়ে গেলে বোতাম টিপে আবার গোড়া থেকে চালাতে হত। এ বার টানা চালানোর সুযোগ আসছে ইউটিউবে।
পছন্দের অংশ: গোটা ভিডিয়ো দেখতে হবে না। কোনও একটি বিষয় ইউটিউবে সার্চ করলে, সেটি যদি কোনও ভিডিয়োর মাঝে থাকে, তা হলে সেই অংশটুকু আলাদা করে দেখিয়ে দেবে এটি।
প্লে-লিস্ট: নানা রকম কায়দায় প্লেলিস্ট বানানো যাবে, সেটা বন্ধুদের সহজেই পাঠিয়ে দেওয়া যাবে।
টুকরো শেয়ার: গোটা ভিডিয়ো শেয়ার করতে চান না। শুধু মাঝের একটু খানি অংশ চান। সেটাও সহজেই করা যাবে এ বার।
বিষয়বস্তু: একটা ভিডিয়োর সারবস্তুটুকু নিয়ে নিজের ইচ্ছে মতো বানিয়ে ফেলা যাবে ‘স্নিপেটস ভিডিয়ো’। ৫ থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত লম্বা হতে পারে এটি।
বিনামূল্যে মিউজিক: ভিডিয়ো বানাচ্ছেন? তার জন্য ঠিকঠাক আবহসঙ্গীত খুঁজে পাচ্ছেন না? পেলেও প্রচুর দাম দিতে হচ্ছে? সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ইউটিউব। বড়সড় লাইব্রেরি থাকছে মিউজিকের। যে কেউ ব্যবহার করতে পারেন।
শিশুদের জন্য: এ বার শিশুদের জন্য আলাদা বিভাগ তৈরি হচ্ছে ইউটিউবে। আলাদা করে অ্যাপটি ফোনে ডাউনলোড করে নিলেই হল বা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে চালিয়ে নিলেই হল।