আয়তাকার একটি ঘর। আর তারই ভিতরে ছোট্ট ছোট্ট চতুর্ভুজের আকারে খোপ করা। প্রত্যেকটিতেই একটি করে সংখ্যা রয়েছে। এক্কেবারে নীচে শেষের খোপটায় কোনও সংখ্যা নেই।
বলুনতো ওই খোপে কোন সংখ্যা বসলে ছকটা একদম ঠিক হবে?
প্রথম সারিতে রয়েছে পর পর ২, ৮ এবং ৯। অর্থাত্ এক করলে যা দাঁড়ায় ২৮৯।
ঠিক তার পরের সারিতে ৩, ২ আর ৪ বসে রয়েছে এক এক করে। অর্থাত্ ৩২৪।
আরও পড়ুন: আজ ওয়ার্ল্ড হার্ট ডে, কার্ডিয়াক অ্যাটাক রুখে দিন এ ভাবেই
আরও পড়ুন: রোজের ব্যবহারের এই জিনিসগুলোকে এত দিন ভুল নামে ডাকতেন!
আর এক্কেবারে নীচে রয়েছে ৩ আর ৬। এ বার কি গেস করতে পারছেন ৩ আর ৬ এর পাশে ঠিক কোন সংখ্যাটা বসলে ছকটা মিলে যাবে?
খুব সহজ। ১৭ র সঙ্গে ১৭ গুন করলে হয় ২৮৯। যেটা প্রথম সারিতেই রয়েছে। এর পর ১৮র সঙ্গে ১৮ গুন করে দেখুন তো কী হয়? হ্যাঁ, ৩২৪ই দাঁড়ায়। অর্থাত্ পরের সারির অঙ্কটাও মিলে গেল।
তাহলে শেষের সারিতে কী বসতে পারে?
১৯ কে ১৯ দিয়ে গুন করে দেখুন। হয় ৩৬১। অর্থাৎ ওই শেষ খোপে ১ বসবে।