Lifestyle

সাবধান! সোমালিয়ায় গিয়ে সিঙাড়া খাবেন না

বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডার আসর জমাতে চা-সিঙাড়া-তেলেভাজার জুড়ি মেলা ভার! টোম্যাটো কেচাপে সিঙাড়া ডুবিয়ে তাতে এক কামড় না দিলে অনেকেরই সন্ধেটা যেন মাটি হয়ে যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ১১:৩০
Share:

বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডার আসর জমাতে চা-সিঙাড়া-তেলেভাজার জুড়ি মেলা ভার! টোম্যাটো কেচাপে সিঙাড়া ডুবিয়ে তাতে এক কামড় না দিলে অনেকেরই সন্ধেটা যেন মাটি হয়ে যায়। এ দেশের গণ্ডি পেরিয়ে সিঙাড়া এখন বিদেশের মাটিতেও পাড়ি দিয়েছে। তবে কখনও সোমালিয়ায় বেড়াতে গিয়ে সিঙাড়া খেতে চাইবেন না যেন। সে দেশে সিঙা়ড়ার ওপর রীতিমতো নিধেধাজ্ঞা জারি করেছে এক জঙ্গিগোষ্ঠী। শুধু কী সিঙাড়া? এমন অনেক খাবার রয়েছে যা দুনিয়ার বিভিন্ন প্রান্তে নিষিদ্ধ। সেগুলি কী কী? গ্যালারির পাতা থেকে তা জেনে নিন।

Advertisement

আরও পড়ুন:
যখন তখন ফল, ভাত, দুধ খান? সাবধান হোন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement