হেনা ব্যবহার করলে চুল নরম এবং মসৃণও হবে। ছবি: সংগৃহীত
কোনও রাসায়নিক পদার্থ মিশ্রিত উপাদান ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে চুল রঙিন করতে ও চুলের স্বাস্থ্য বজায় রাখতে হেনার গুরুত্ব অপরিসীম। মাত্রাতিরিক্ত দূষণ, সঠিক পরিচর্যার অভাবে চুল রুক্ষ-শুষ্ক হয়ে পড়ে। অকালে পেকেও যায় চুল। চুলের এই সংক্রান্ত সমস্যা দূর করতে হেনা একটি অপরিহার্য উপাদান। হেনা ব্যবহার করলে যে শুধু চুল রং হবে এমন নয়। হেনা ব্যবহার করলে চুল নরম এবং মসৃণও হবে। পাশাপাশি চুলেরও বৃদ্ধি হয়।
অনেকেই সপ্তাহে বেশ কয়েক বার চুলে হেনা করে থাকেন। তবে হেনাতে ঘরোয়া কয়েকটি জিনিস মিশিয়ে নিলে দ্বিগুণ সুফল পাওয়া যায়।
ছবি: সংগৃহীত
১) সাধারণত চুলে হেনা লাগালে গাঢ় বাদামি রং আসে। তবে হেনার সঙ্গে চায়ের লিকার আর কাঁচা ডিম মিশিয়ে নিলে হেনার রং আরও গাঢ় হবে।
২) হেনার সঙ্গে কফির গুঁড়োও মিশিয়ে নিতে পারেন। সঙ্গে থাকতে পারে আমলকির গুঁড়ো।
৩) হেনার সঙ্গে টক দই মিশিয়ে নিলে রং আরও গা়ঢ় হবে। এতে চুল আরও নরম হবে। চুল বাড়বেও তাড়াতাড়ি।