Skincare Tips

শুধু ঠোঁট বা গোড়ালি নয়, পুরো মুখে মাখতে পারেন পেট্রোলিয়াম জেলি! কী হবে মাখলে?

রূপচর্চা বিশেষজ্ঞেরা বলছেন, মুখের ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয় সে ক্ষেত্রে সাধারণ ময়েশ্চারাইজ়ার না মেখে পেট্রোলিয়াম জেলি কিন্তু মাখাই যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ১৬:২২
Share:

মুখেও পেট্রোলিয়াম জেলি মাখা যায়? ছবি: সংগৃহীত।

পেট্রোলিয়াম জেলি সাধারণত ফাটা ঠোঁট কিংবা গোড়ালিতেই বেশি মাখা হয়। শরীরের নানা তুলনামূলক খসখসে জায়গা যেমন কনুই, হাঁটু কিংবা পায়ের গোছের হাড়েও অনেকে পেট্রোলিয়াম জেলি মাখেন। কিন্তু গোটা মুখে এই ক্রিমটি সাধারণত কেউ মাখেন না। তবে, রূপচর্চা বিশেষজ্ঞেরা বলছেন, মুখের ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয় সে ক্ষেত্রে সাধারণ ময়েশ্চারাইজ়ার না মেখে পেট্রোলিয়াম জেলি কিন্তু মাখাই যায়। শুধু কি তাই? রাতে ঘুমোনোর আগে মুখে পেট্রোলিয়াম জেলি মাখলে সহজে বলিরেখাও পড়ে না। আর কী কী লাভ হয়?

Advertisement

মুখে পেট্রোলিয়াম জেলি মাখবেন কেন?

১) শুষ্ক ত্বকের বাড়তি আর্দ্রতা প্রয়োজন। সাধারণ ময়েশ্চারাইজ়ার সেই ঘাটতি পূরণ করতে পারে না। তাই পেট্রোলিয়াম জেলি মাখতে হয়।

Advertisement

২) ত্বকের মসৃণ ভাব আনতে সাহায্য করে পেট্রোলিয়াম জেলি। ত্বকের স্বাভাবিক জেল্লা বজায় রাখতেও সাহায্য করে এই প্রসাধনীটি।

৩) গোড়লির মতো অনেকের মুখ, আঙুলের ভাঁজ বা হাতের তালুও ফাটে। এই ধরনের সমস্যায় দারুণ কাজ দেয় পেট্রোলিয়াম জেলি।

মুখে কী ভাবে পেট্রোলিয়াম জেলি মাখবেন?

১) প্রথমে মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২) তার পর শুকনো করে মুখ মুছে পেট্রোলিয়াম জেলি মেখে নিন। তবে পুরু করে মাখার প্রয়োজন নেই।

৩) কিছু ক্ষণ রাখার পর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শুকনো করে মুছে নিলেই কাজ শেষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement