ফুলে ঢাকা উরফি ছবি: সংগৃহীত
ফ্যাশনেও আছেন, বিতর্কেও আছেন। মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ মাঝেমধ্যেই শিরোনামে চলে আসেন নিজের অদ্ভুত সব পোশাকের জন্য। এ বার ফের নতুন অবতারে ধরা দিলেন তিনি। পরলেন এমন একটি পোশাক, যার পুরোটাই তৈরি ফুলে।
সেই ছবি ছবি: ইনস্টাগ্রাম
নিজের ইনস্টাগ্রামে উরফি প্রকাশ করেছেন এমন একটি ‘রিল’ যেখানে তাঁকে দেখা যাছে সোনালি চন্দ্রমল্লিকা ফুল দিয়ে তৈরি একটি পোশাক পরে বিভিন্ন ধরনের ‘পোজ’ দিতে। রিল প্রকাশ করে উরফি লিখেছেন, নিজের রূপটান নিজেই করেছেন তিনি।
ইনস্টাগ্রামে উরফির অনুরাগীর সংখ্যা ৩২ লক্ষেরও বেশি। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে রিলটি। ইতিমধ্যেই প্রায় ৮৫ হাজার মানুষ পছন্দ করেছেন তাঁর ছবিটি। মন্তব্য করেছেন, প্রায় ২৫০০ মানুষ। ভক্তদের মনে ঝড় তুললেও, তাঁর এই পোশাক নিয়ে বক্রোক্তিও করেছেন নেটগরিকদের একাংশ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।